Panchayat Elections 2023: ব্যালটে নামই নেই বিজেপি প্রার্থীর! ভোট দিতে গিয়ে অবাক পুত্রবধূ

Nileswar Sanyal | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 08, 2023 | 3:10 PM

Panchayat Elections 2023: বেরিয়ে এসে জানান, তাঁর শ্বশুর মুকুন্দ রায়ের নামই নেই ব্যালট পেপারে। এ কথা শুনে নিজে বুথে যান মুকুন্দ রায়।

Panchayat Elections 2023: ব্যালটে নামই নেই বিজেপি প্রার্থীর! ভোট দিতে গিয়ে অবাক পুত্রবধূ
বিজেপি প্রার্থী
Image Credit source: TV9 Bangla

Follow Us

জলপাইগুড়ি : বুথে বুথে ছাপ্পা, লুঠ হয়েছে ভোট। এমন অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। তবে রাজগঞ্জে উঠল এক অদ্ভুত অভিযোগ। ব্যালটে নামই নেই বিজেপি প্রার্থীর। একথা শুনে আঁতকে উঠলেন প্রার্থী। ব্যালট নাকি পাল্টে গিয়েছে! এক কেন্দ্রের ব্যালট চলে এসেছে আর এক কেন্দ্রে! এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ বিজেপি। অভিযোগ সামনে আসার পর বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। বিডিও-র হস্তক্ষেপে আবার ভোটগ্রহণ শুরু হয় কিছুক্ষণ পরে।

এদিন বিজেপি প্রার্থী মুকুন্দ রায়ের পুত্রবধূ ভোট দিতে গিয়েছিলেন। ব্যালট পেপার হাতে নিয়ে অবাক হয়ে যান তিনি। বেরিয়ে এসে জানান, তাঁর শ্বশুর মুকুন্দ রায়ের নামই নেই ব্যালট পেপারে। এ কথা শুনে নিজে বুথে যান মুকুন্দ রায়। তিনি জানিয়েছেন, অন্য বুথের কিছু ব্যালট ভুল করে চলে এসেছিল, তার ফলেই এই ঘটনা ঘটেছে।

রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় বলেন, ‘কোনও ভাবে ভুল ব্যলট চলে এসেছিল। বিষয়টি সামনে আসার পর থেকে ৩ ঘণ্টা ধরে ভোট বন্ধ। আমি বিডিও-কে অনুরোধ করলাম দ্রুত সমস্যা মেটানোর জন্য। অবশেষে ভোট গ্রহণ শুরু হয়েছে।’

প্রিসাইডিং অফিসার প্রীতম নার্জারি জানিয়েছেন, ৫০টি করে ব্যালট দিয়ে হয় একটি বান্ডিল। কোনও ভাবে সেই বান্ডিলের মাঝে অন্য বুথের ব্যালট পেপার ঢুকে গিয়েছিল। বেলা ১০ টা নাগাদ নজরে আসে বিষয়টা। এরপর তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

সরাসরি পঞ্চায়েত ভোটের সব খবর এই লিঙ্কে: বাংলার পঞ্চায়েত নির্বাচন, ২০২৩ 

Next Article