Panchayat Elections 2023: ‘ফর্মে’ বীরভূম! বুথে যা ঘটল, ভয়ে কেঁদেই ফেললেন মহিলা প্রিসাইডিং অফিসার

Supriyo Guha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 08, 2023 | 12:24 PM

Panchayat Elections 2023: চলে দেদার ছাপ্পা। নিরাপত্তার জন্য লাগানো সিসিটিভি ভেঙে দেওয়া হয়। কার্যত অসহায় বোধ করেন ভোটকর্মীরা। বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ।

Panchayat Elections 2023: ফর্মে বীরভূম! বুথে যা ঘটল, ভয়ে কেঁদেই ফেললেন মহিলা প্রিসাইডিং অফিসার
কাঁদছেন ভোটকর্মী
Image Credit source: TV9 Bangla

Follow Us

বীরভূম: মহিলারা যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারেন, সে কথা মাথায় রেখেই মহিলা পরিচালিত বুথের ব্যবস্থা করা হয়েছিল। আর ভোটের দিন দেখা গেল, সেরকমই একটি বুথে বসে কাঁদছেন খোদ মহিলা প্রিসাইডিং অফিসার। বুথে ঢুকে যে ভাবে অবাধে ছাপ্পা চলেছে, তাতে ভয়েই কাঁদছেন ওই মহিলা ভোট কর্মী। কোথায় কেন্দ্রীয় বাহিনী? কোথায় পুলিশ? কাউকেই দেখতে পাননি তাঁরা। বন্ধ হয়ে গিয়েছে ভোটগ্রহণ।

বীরভূমের ময়ূরেশ্বরে দেখা গেল সেই ছবি। ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের ১০ নম্বর বুথের ঘটনা। সকাল ৭ টায় ভোটগ্রহণ শুরু হওয়ার সময় সব ঠিকই ছিল। কিন্তু ঘণ্টাখানেক পর হঠাৎ বুথে ঢুকে পড়ে একদল লোক। কোনও এক রাজনৈতিক দলের অন্তত ৫০-৬০ জন কর্মী বুথে গিয়েছিলেন বলে অভিযোগ।

তারপর চলে দেদার ছাপ্পা। নিরাপত্তার জন্য লাগানো সিসিটিভি ভেঙে দেওয়া হয়। কার্যত অসহায় বোধ করেন ভোটকর্মীরা। বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ। সিসিটিভি নেই, আশপাশে নেই পুলিশও। কী করবেন বুঝে উঠতে পারেননি তাঁরা। তাঁদের কাছ থেকে অবাধে ছিনিয়ে নেওয়া হয় ব্যালট।

সেক্টর অফিসে জানানোর ২ ঘণ্টা পরেও বুথে কারও দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ। বুথে একজন মাত্র সশস্ত্র পুলিশ ছিল। বুথের বাইরে লম্বা লাইন থাকা সত্ত্বেও ভোটগ্রহণ শুরু করতেই পারেননি তাঁরা।

Next Article