Suvendu Adhikari: ‘আর কত রক্ত চাই আপনার?’ রাজীব সিনহাকে ফোনে বললেন শুভেন্দু

সৌরভ গুহ | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 08, 2023 | 1:43 PM

Bengal Panchayat Election: কমিশনে গিয়ে তালা লাগিয়ে দেবেন, এমন হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু অধিকারী। পরপর মৃত্যুর খবর দেখেই তিনি ফোন করেন কমিশনারকে।

Suvendu Adhikari: আর কত রক্ত চাই আপনার? রাজীব সিনহাকে ফোনে বললেন শুভেন্দু
রাজীবকে ফোন শুভেন্দুর
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত নির্বাচনের দিন সকাল থেকে শুধুই রক্ত, বোমা, কার্তুজ আর পড়ে থাকা নিথর দেহের ছবি সামনে আসছে। অবাধে চলছে ছাপ্পা। ভোট শুরু হওয়ার ৫-৬ ঘণ্টার মধ্যেই একাধিক মৃত্যুর খবর সামনে এসেছে। এরপরই রাজ্য নির্বাচন কমিশনারকে ফোন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘আর কত রক্ত চাই আপনার?’ এই ভাষাতেই রাজীব সিনহার সঙ্গে কথা বললেন শুভেন্দু। প্রয়োজন হলে কমিশনে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুভেন্দু বলেন, “আমি ওঁকে ফেসটাইমে ফোন করেছিলাম। প্রথমে বলেছি, আর কত রক্ত চাই আপনার? তারপর বলেছি, সন্ধ্যা ৬টার পর আমি যাচ্ছি আপনার কার্যালয়ে তালা ঝোলাতে। পুলিশকে বলে রাখবেন।” কমিশনারকে কার্যত হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেছেন, “আপনি যত বেআইনি সম্পত্তি করেছেন, তার সব প্রমাণ আমার কাছে আছে। রাজারহাটে কত জমি কিনেছেন, সব জানি।”

শুভেন্দু কি সত্যি যাচ্ছেন কমিশনে? এই প্রশ্নের উত্তরে নন্দীগ্রামের বিধায়ক বলেন, আগে লুঠ হওয়া বুথগুলো থেকে বাক্সগুলো পুকুরে ফেলি, তারপর যাব। তাঁর কথায়, “এই দিন দেখার জন্য কি স্বাধীনতা এসেছিল? নিজের ভোটটাও কি নিজে দিতে পারব না?” শুভেন্দু স্পষ্ট জানিয়েছেন, সকাল থেকে সংবাদমাধ্যমে পরপর মৃত্যুর খবর দেখার পরই কমিশনারকে ফোন করেছিলেন তিনি।

সরাসরি পঞ্চায়েত ভোটের সব খবর এই লিঙ্কে: বাংলার পঞ্চায়েত নির্বাচন, ২০২৩ 

Next Article