Mamata Banerjee: ‘সিস্টেম মেনে নিয়োগ হয়েছে, উপর থেকে চাপ দেওয়া হয়নি’, রাজীবের পাশে মমতা

সৌরভ গুহ | Edited By: Soumya Saha

Jun 22, 2023 | 3:40 PM

Mamata Banerjee: পটনায় যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে রাজীব সিনহার জয়েনিং রিপোর্টের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। সাংবাদিকের প্রশ্নে মমতার সটান প্রশ্ন, 'কোথায় ফাইল? আপনার পকেটে আছে? আমাদের কাছে এমন কোনও তথ্য নেই।'

Mamata Banerjee: ‘সিস্টেম মেনে নিয়োগ হয়েছে, উপর থেকে চাপ দেওয়া হয়নি’, রাজীবের পাশে মমতা
রাজ্যপাল, রাজ্য নির্বাচন কমিশনার ও মুখ্যমন্ত্রী

Follow Us

কলকাতা: ভোটের মুখে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহ। রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার (Rajib Sinha) জয়েনিং রিপোর্ট রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose) ফেরত পাঠিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। সেই নিয়ে এবার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সাফ বক্তব্য, এই বিষয়ে রাজ্য সরকারের কাছে কোনও তথ্য নেই। আজ বিকেলে পটনায় যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে রাজীব সিনহার জয়েনিং রিপোর্টের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। সাংবাদিকের প্রশ্নে মমতার সটান প্রশ্ন, ‘কোথায় ফাইল? আপনার পকেটে আছে? আমাদের কাছে এমন কোনও তথ্য নেই।’

মুখ্যমন্ত্রীর দাবি, এমন কোনও ঘটনা অতীতে কখনও হয়নি। এমন কিছু হওয়া নজিরবিহীন বলেই মনে করছেন তিনি। মমতার দাবি, রাজ্যপাল ফাইল পাশ করেছিলেন। উপর থেকে চাপিয়ে দেওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি বলেই দাবি মুখ্যমন্ত্রীর। মমতার কথায়, রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে যাবতীয় প্রক্রিয়া ‘সিস্টেম অনুযায়ীই’ হয়েছে। তাঁর সাফ কথা, নির্বাচন কমিশনারকে দায়িত্ব থেকে সরাতে হলে, বিচারপতিদের যেমন ইমপিচমেন্টের পদ্ধতি রয়েছে, সেই ইমপিচমেন্ট পদ্ধতিতে কমিশনারকে সরাতে হবে।

পটনা যাওয়ার আগে এদিন বিমানবন্দর চত্বরে মমতা বেশ দৃঢ়ভাবে বলে গেলেন, ‘এগুলি জীবনে হয়নি। এগুলি নজিরবিহীন। এটা একটা সাংবিধানিক পদ। তাঁকে শপথ নিতে হয়। উনি ফাইল ক্লিয়ার করেছিলেন।’ রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগ ঘিরে নতুন করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, এদিন হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চেও রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ফেরত চাওয়ার প্রসঙ্গটি উঠেছিল। বিচারপতি এই বিষয়ে জানতে চেয়েছিলেন। কমিশনার আদৌ দায়িত্বে আছেন কি না, তা জানতে চেয়েছিলেন বিচারপতি সিনহা। জবাবে কমিশনের তরফে বলা হয়েছিল, তিনি দায়িত্বে আছেন এবং যা শোনা যাচ্ছে সেটা কেবলই জল্পনা ছাড়া আর কিছু নয়।

এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে যখন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন রাজ্যপালের গলায় কমিশনারের ভূমিকা নিয়ে অসন্তোষ ফুটে উঠেছিল। কমিশনার বাংলার মানুষকে নিরাশ করেছে বলেও জানিয়েছেন বাংলার সাংবিধানিক প্রধান।

Next Article