কনসার্টে কোটি! গান পিছু কত টাকা পারিশ্রমিক নেন অরিজিৎ সিং?

Jan 14, 2025 | 8:03 PM

Arijit Singh: গানে গানে সকলের মন জয় করা এই স্টার একটি কনসার্ট পিছু কত কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন জানেন? প্রাথমিকভাবে শোনা যেত তিনি নাকি গানের জন্য তেমন কোনও পারিশ্রমিক নেন না। তাঁকে যা দেওয়া হয়, তিনি হাসি মুখে তাই নিয়ে থাকেন।

কনসার্টে কোটি! গান পিছু কত টাকা পারিশ্রমিক নেন অরিজিৎ সিং?

Follow Us

অরিজিৎ সিং, ব্যক্তি জীবনে তিনি মাটির মানুষ হতেও তাঁক কনসার্ট কাছ থেকে দেখতে পাওয়া ভক্তদের কাছে ভগবান দর্শনের সমান। সকলকে একটা সুযোগের জন্য মরিয়া হয়ে থাকেন। মোটা টাকা বিনিময়ে বিক্রি হয় তাঁর কনসার্টের টিকিট। গানে গানে সকলের মন জয় করা এই স্টার একটি কনসার্ট পিছু কত কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন জানেন? প্রাথমিকভাবে শোনা যেত তিনি নাকি গানের জন্য তেমন কোনও পারিশ্রমিক নেন না। তাঁকে যা দেওয়া হয়, তিনি হাসি মুখে তাই নিয়ে থাকেন। তবে বলিউডে কান পাতলে শোনা যায় তিনি নাকি গান পিছু পারিশ্রমিক নিয়ে থাকেন ১৮ থেকে ২০ কোটি টাকা। কনসার্ট পিছু চার্জ করে থাকেন ৫ কোটি টাকা। তাঁর কনসার্টের টিকিটের মূল্য আকাশ ছোঁয়া। আগে থেকে সকলেই মুখিয়ে থাকেন সামনের আসনটি গ্রহণ করার তাগিদে। তা পাওয়া রীতিমত হাতে চাঁদ পাওয়ার সমান তাঁর অনুরাগীদের কাছে।

অরিজিৎ সিং নিজের গান নিয়ে প্রথম থেকে বহু লড়াই করেছেন। বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার আগে টানা আট থেকে নয় বছর তিনি একটা সুযোগের অপেক্ষায় ছিলেন। তবে প্রথম যেদিন ভাগ্যের চাকা ঘোরে, তবে থেকে আর ফিরে তাকাতে হয়নি গায়ককে। একদশক ধরে তিনি গানের জগতে রাজত্ব করছেন। আজও তাঁর গান মানেই অনুরাগীদের কাছে বাড়তি পাওনা। যদিও পারিশ্রমিক নিয়ে কোনও স্টারই খোলামেলা আলোচনা পছন্দ করেন না। ব্যক্তি ও জায়গা বিশেষে তা পরিবর্তনও হয় বটে। সেক্ষেত্রে অরিজিতের পারিশ্রমিকও যে সময়ের সঙ্গে সঙ্গে বদল হবে সেটাই স্বাভাবিক।

Next Article