পরিচালক প্রিয়দর্শনের ‘হেরা ফেরি’ আজও দেখলে হাসি চেপে রাখা মুশকিল। নির্ভেজাল মজার ছবি বলতে যা বোঝায় ‘হেরা ফেরি’ ঠিক তাই। আজ ৩১ মার্চ একুশে পা দিল এই ছবি। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল ‘হেরা ফেরি’। প্রতিটা সিনে হাততালি পড়েছিল। হাসিতে গড়িয়ে পড়েছিল দর্শক। দেখতে দেখতে ২১ বছর পার করে ফেলল এই ছবি। সেই স্মৃতি কিছুতেই ভুলতে পারছেন না অক্ষয় কুমার,সুনীল শেট্টিরা।
Agreed! Even we didn’t know back then what a film we were making, each scene better than the other. Specially love this one : dhoti ?? Genius of Priyan sir and epic dialogues by late Neeraj Vora. pic.twitter.com/mzU3xq2sKx
— Akshay Kumar (@akshaykumar) March 31, 2021
‘হেরা ফেরি’-র তিন প্রাণ ভোমরা। অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়াল। রাজু ( অক্ষয় কুমার), শ্যাম (সুনীল শেট্টি) এবং বাবু ভাইয়ার ( পরেশ রাওয়াল) কীর্তিকলাপে দমফাটা হাসিতে গড়িয়ে পড়েছিল দর্শক। ছবির একটি দৃশ্যের ছবি অক্ষয় কুমার পোস্ট করে লিখেছেন, “শুটিংয়ের সময় আমরা বুঝতেই পারিনি কী ছবি আমরা তৈরি করতে চলেছি। ছবির প্রত্যেকটা দৃশ্য আরেকটা দৃশ্যের থেকে আলাদা। বিশেষ করে ধুতির দৃশ্যটা আমার খুব পছন্দের দৃশ্য। সত্যি জিনিয়াস প্রিয়দর্শন স্যার এবং প্রয়াত নীরজ ভোরার অসাধারণ ডায়লগ।”
সুনীল শেট্টিও চুপ করে বসে থাকেননি। তিনিও একটি ছবি পোস্ট করে লিখেছেন, “আমরা সময়ের মূল্য দিই না। মনে হচ্ছে চোখের পলকে ২১ টা বছর পেরিয়ে গেল। সত্যি কী ছবি আমরা বানিয়েছিলাম।” অক্ষয় এবং সুনীল স্মৃতিমেদুরতায় ডুব দিলেও পরেশ রাওয়াল অবশ্য কোনও পোস্ট করেননি।
আরও পড়ুন :কোভিডের পর সব কিছু উল্টো দেখছেন কার্তিক আরিয়ান!
২০০০ সালে প্রিয়দর্শন বানিয়েছিলেন ‘হেরা ফেরি’। বক্স অফিসে অসম্ভব সাড়া পাওয়ায় পরিচালক একই টিম নিয়ে ২০০৬ সালে এই ছবির সিক্যুয়েল‘ফির হেরা ফেরি’ বানান। সিক্যুয়েলও সুপার-ডুপার হিট হয়।