এই মুহূর্তে বলিউডে প্রথম সারির কোরিওগ্রাফার কারা?

স্বরলিপি ভট্টাচার্য |

Apr 01, 2021 | 3:29 PM

কেউ কোরিওগ্রাফির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। কেউ বা 'মিটু' অভিযোগে বিদ্ধ। এই মুহূর্তে প্রথম সারিতে কারা কাজ করছেন দেখে নিন এক নজরে।

1 / 8
রেমো ডি সুজা- ১৯৭২-এর ২ এপ্রিল জন্ম। আসল নাম রমেশ গোপী নায়ার। কোরাওগ্রাফার, অভিনেতা, পরিচালক- একাধারে রেমোর অনেক পরিচয়। টেলিভিশনের জনপ্রিয় কিছু ডান্স শো-তেও বিচারকের দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে তাঁকে।

রেমো ডি সুজা- ১৯৭২-এর ২ এপ্রিল জন্ম। আসল নাম রমেশ গোপী নায়ার। কোরাওগ্রাফার, অভিনেতা, পরিচালক- একাধারে রেমোর অনেক পরিচয়। টেলিভিশনের জনপ্রিয় কিছু ডান্স শো-তেও বিচারকের দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে তাঁকে।

2 / 8
ফারহা খান- ১৯৬৫-এর ৯ জানুয়ারি জন্ম। প্রায় ৮০টির বেশি হিন্দি ছবিতে ১০০টির বেশি নাচে কোরিওগ্রাফি করেছেন তিনি। ঝুলিতে পুরস্কারের সংখ্যাও নেহাত কম নয়।

ফারহা খান- ১৯৬৫-এর ৯ জানুয়ারি জন্ম। প্রায় ৮০টির বেশি হিন্দি ছবিতে ১০০টির বেশি নাচে কোরিওগ্রাফি করেছেন তিনি। ঝুলিতে পুরস্কারের সংখ্যাও নেহাত কম নয়।

3 / 8
প্রভু দেবা- ১৯৭৩-এর ৩ এপ্রিল জন্ম। তামিল, তেলুরু, মালায়লম, হিন্দি, কন্নড় ছবি তাঁর কোরিওগ্রাফিতে সমৃদ্ধ। ভারতের মাইকেল জ্যাকসন বলা হয় তাঁকে। দু’বার জাতীয় পুরস্কার জিতেছেন প্রভু।

প্রভু দেবা- ১৯৭৩-এর ৩ এপ্রিল জন্ম। তামিল, তেলুরু, মালায়লম, হিন্দি, কন্নড় ছবি তাঁর কোরিওগ্রাফিতে সমৃদ্ধ। ভারতের মাইকেল জ্যাকসন বলা হয় তাঁকে। দু’বার জাতীয় পুরস্কার জিতেছেন প্রভু।

4 / 8
বৈভবী মার্চেন্ট- ‘দেবদাস’, ‘বান্টি অউর বাবলি’, ‘ধুম’, ‘বীর জারা’, ‘আজা নাচলে’, ‘রাব নে বনা দি জোড়ি’র মতো একের পর এক ছবিতে কোরিওগ্রাফারের দায়িত্ব সামলানো বৈভবী বলি কোরিওগ্রাফারদের সেরার তালিকায় থাকবেন।

বৈভবী মার্চেন্ট- ‘দেবদাস’, ‘বান্টি অউর বাবলি’, ‘ধুম’, ‘বীর জারা’, ‘আজা নাচলে’, ‘রাব নে বনা দি জোড়ি’র মতো একের পর এক ছবিতে কোরিওগ্রাফারের দায়িত্ব সামলানো বৈভবী বলি কোরিওগ্রাফারদের সেরার তালিকায় থাকবেন।

5 / 8
শমিক দাভের- ১৯৬১-র ১৯ অক্টোবর জন্ম। ওয়েস্টার্ন ডান্স তিনিই প্রথম বলিউডে নিয়ে আসেন বলে মত ইন্ডাস্ট্রির একটা বড় অংশের। মেলবোর্ন এবং দিল্লিতে হওয়া কমনওয়েলথ গেমসের কোরিওগ্রাফের দায়িত্বে ছিলেন তিনি।

শমিক দাভের- ১৯৬১-র ১৯ অক্টোবর জন্ম। ওয়েস্টার্ন ডান্স তিনিই প্রথম বলিউডে নিয়ে আসেন বলে মত ইন্ডাস্ট্রির একটা বড় অংশের। মেলবোর্ন এবং দিল্লিতে হওয়া কমনওয়েলথ গেমসের কোরিওগ্রাফের দায়িত্বে ছিলেন তিনি।

6 / 8
গণেশ আচারিয়া- কোরিওগ্রাফির জন্য জাতীয় পুরস্কার রয়েছে গণেশের ঝুলিতেও। বহু বক্স অফিস সফল ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু অভিনেত্রী তনুশ্রী দত্ত তাঁর বিরুদ্ধে ‘মিটু’র অভিযোগ আনার পর তাঁর কেরিয়ার কিছুটা ধাক্কা খেয়েছে বলে শোনা যায়।

গণেশ আচারিয়া- কোরিওগ্রাফির জন্য জাতীয় পুরস্কার রয়েছে গণেশের ঝুলিতেও। বহু বক্স অফিস সফল ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু অভিনেত্রী তনুশ্রী দত্ত তাঁর বিরুদ্ধে ‘মিটু’র অভিযোগ আনার পর তাঁর কেরিয়ার কিছুটা ধাক্কা খেয়েছে বলে শোনা যায়।

7 / 8
আহমেদ খান- ‘রংলীলা’, ‘তাল’, ‘গজনি’, ‘কিক’-এর মতো ছবিতে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন আহমেদ। টেলিভিশনে নাচের শো-এ বিচারকের আসনেও দেখা গিয়েছে আহমেদকে।

আহমেদ খান- ‘রংলীলা’, ‘তাল’, ‘গজনি’, ‘কিক’-এর মতো ছবিতে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন আহমেদ। টেলিভিশনে নাচের শো-এ বিচারকের আসনেও দেখা গিয়েছে আহমেদকে।

8 / 8
টেরেন্স লিউস- ১৯৭৫-এর ১০ এপ্রিল জন্ম। জ্যাজ এবং কন্টেম্পোরারি মিউজিকে প্রশ্নাতীত দখল রয়েছে তাঁর। নিজস্ব ডান্স অ্যাকাডেমি রয়েছে তাঁর। এছাড়া বিদেশেও তিনি ওয়ার্কশপ করান।

টেরেন্স লিউস- ১৯৭৫-এর ১০ এপ্রিল জন্ম। জ্যাজ এবং কন্টেম্পোরারি মিউজিকে প্রশ্নাতীত দখল রয়েছে তাঁর। নিজস্ব ডান্স অ্যাকাডেমি রয়েছে তাঁর। এছাড়া বিদেশেও তিনি ওয়ার্কশপ করান।

Next Photo Gallery