বলিউডের ৯ তারকা যাঁরা বিদায় নিলেন এ বছর: দেখুন ছবি

শুভঙ্কর চক্রবর্তী |

Dec 28, 2020 | 7:58 PM

যাঁরা চলে গেলেন এ বছর, এক রাশ বিষণ্ণতা দিয়ে। বলিউডের সে সব তারকা যাঁরা দর্শককে হাসিয়েছেন, কাঁদিয়েছেন, নাচিয়েছেন কিংবা প্রেমে পড়তে শিখিয়েছেন। তাঁদের এক গ্যালারিতে রাখল Tv9 বাংলা ডিজিটাল।

1 / 9
আসিফ বাসরা মৃত্যু: ১২ নভেম্বর। হিমাচল প্রদেশের ধর্মশালার এক আবাসন থেকে উদ্ধার হয় দেহ। তাঁর মৃত্যুও বেস রহস্যের ছিল। বলিউডের ভীষণ পরিচিত মুখ ছিলেন আসিফ। ‘যব উই মেট’, ‘ওয়ান্স আপঅন এ টাইম ইন মুম্বই’, ‘এক ভিলেন’, ‘কৃষ-থ্রি’, ‘কাই পো চে’-র মতো ছবিতে অভিনয় করেছেন আসিফ। অভিনয় করেছেন ‘পাতাললোক’, ‘হস্টেজেস’-এর মতো হিন্দি ওয়েব সিরিজেও। শুধু ভারতীয় ছবিতে নয়, ‘ওয়ান নাইট উইথ দ্য কিং’, ‘কুইকস্যান্ড’ ‘আউটসোর্সড’-এর মতো বেশ কিছু আন্তর্জাতিক ছবিতেও নিজের অভিনয়ের ছাপ রেখেছেন অভিনেতা।

আসিফ বাসরা মৃত্যু: ১২ নভেম্বর। হিমাচল প্রদেশের ধর্মশালার এক আবাসন থেকে উদ্ধার হয় দেহ। তাঁর মৃত্যুও বেস রহস্যের ছিল। বলিউডের ভীষণ পরিচিত মুখ ছিলেন আসিফ। ‘যব উই মেট’, ‘ওয়ান্স আপঅন এ টাইম ইন মুম্বই’, ‘এক ভিলেন’, ‘কৃষ-থ্রি’, ‘কাই পো চে’-র মতো ছবিতে অভিনয় করেছেন আসিফ। অভিনয় করেছেন ‘পাতাললোক’, ‘হস্টেজেস’-এর মতো হিন্দি ওয়েব সিরিজেও। শুধু ভারতীয় ছবিতে নয়, ‘ওয়ান নাইট উইথ দ্য কিং’, ‘কুইকস্যান্ড’ ‘আউটসোর্সড’-এর মতো বেশ কিছু আন্তর্জাতিক ছবিতেও নিজের অভিনয়ের ছাপ রেখেছেন অভিনেতা।

2 / 9
নিশিকান্ত কামাত মৃত্যু: ১৭ অগাস্ট। লিভার সিরোসিসের সমস্যায় বহুদিন ধরেই ভুগছিলেন ‘দৃশ্যম’ ছবির পরিচালক। ৫০ বছর বয়সে মারা যান নিশিকান্ত। টুইটার পোস্টে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন দীর্ঘদিনের বন্দু রীতেশ দেশমুখ। ২০০৫ সালে মারাঠি ভাষায় করেন ডেবিউ ছবি। ‘ডম্বিভালি ফাস্ট’। প্রথম ছবিতেই বাজিমাত। ব্যবসায়িক সাফল্য তো বটেই ২০০৬ সালে জাতীয় পুরস্কার জেতে নিশিকান্তের প্রথম ছবি। ‘মাদারি’, ‘দৃশ্যম’, ‘রকি হ্যান্ডসাম’ ছবির পরিচালনার দায়িত্বেও ছিলেন নিশিকান্ত।

নিশিকান্ত কামাত মৃত্যু: ১৭ অগাস্ট। লিভার সিরোসিসের সমস্যায় বহুদিন ধরেই ভুগছিলেন ‘দৃশ্যম’ ছবির পরিচালক। ৫০ বছর বয়সে মারা যান নিশিকান্ত। টুইটার পোস্টে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন দীর্ঘদিনের বন্দু রীতেশ দেশমুখ। ২০০৫ সালে মারাঠি ভাষায় করেন ডেবিউ ছবি। ‘ডম্বিভালি ফাস্ট’। প্রথম ছবিতেই বাজিমাত। ব্যবসায়িক সাফল্য তো বটেই ২০০৬ সালে জাতীয় পুরস্কার জেতে নিশিকান্তের প্রথম ছবি। ‘মাদারি’, ‘দৃশ্যম’, ‘রকি হ্যান্ডসাম’ ছবির পরিচালনার দায়িত্বেও ছিলেন নিশিকান্ত।

3 / 9
এস পি বালসুব্রহ্মণ্যম মৃত্যু: ৫ অগাস্ট। বাহান্ন দিনের নিরন্তর যুদ্ধের পর ৭৪ বছর বয়সে মারা গেলেন এস পি বালসুব্রহ্মণ্যম। পাঁচ দশকের বেশি সময় ধরে গান গেয়েছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী। ৪০,০০০ গান গেয়েছেন। ইঞ্জিনিয়ারিং কলেজে পড়বার সময় থেকে বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশ নিতেন। জয়ীও হয়েছেন। ১৯৬৬ সালে, তেলগু ছবি ‘শ্রী শ্রী মর্যাদা রামান্না’তে গায়ক হিসেবে আত্মপ্রকাশ। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তেলগু, তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দি ভাষায় সমানতালে গান গেয়েছেন এস পি বালসুব্রহ্মণ্যম ।

এস পি বালসুব্রহ্মণ্যম মৃত্যু: ৫ অগাস্ট। বাহান্ন দিনের নিরন্তর যুদ্ধের পর ৭৪ বছর বয়সে মারা গেলেন এস পি বালসুব্রহ্মণ্যম। পাঁচ দশকের বেশি সময় ধরে গান গেয়েছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী। ৪০,০০০ গান গেয়েছেন। ইঞ্জিনিয়ারিং কলেজে পড়বার সময় থেকে বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশ নিতেন। জয়ীও হয়েছেন। ১৯৬৬ সালে, তেলগু ছবি ‘শ্রী শ্রী মর্যাদা রামান্না’তে গায়ক হিসেবে আত্মপ্রকাশ। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তেলগু, তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দি ভাষায় সমানতালে গান গেয়েছেন এস পি বালসুব্রহ্মণ্যম ।

4 / 9
জগদীপ মৃত্যু: ৮ জুলাই। আসল নাম সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি। তবে তাঁকে দর্শক চিনতেন দুটো নামে। এক জগদীপ। দ্বিতীয় সুরমা ভোপালী (শোলে ছবির এক চরিত্রের নাম)। পরে নিজেই ‘সুরমা ভোপালী’ নামে ছবি পরিচালনা করেন। সে ছবিতে তিনিই হিরো। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেতা। মৃত্যুর সময় বয়স হয়েচিল ৮১।‘আন্দাজ অপনা অপনা’, ‘ব্রহ্মচারী’, ‘নাগিন’, ‘পুরানা মন্দির’-এর মতো ছবি নিয়ে ৪০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন জগদীপ।

জগদীপ মৃত্যু: ৮ জুলাই। আসল নাম সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি। তবে তাঁকে দর্শক চিনতেন দুটো নামে। এক জগদীপ। দ্বিতীয় সুরমা ভোপালী (শোলে ছবির এক চরিত্রের নাম)। পরে নিজেই ‘সুরমা ভোপালী’ নামে ছবি পরিচালনা করেন। সে ছবিতে তিনিই হিরো। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেতা। মৃত্যুর সময় বয়স হয়েচিল ৮১।‘আন্দাজ অপনা অপনা’, ‘ব্রহ্মচারী’, ‘নাগিন’, ‘পুরানা মন্দির’-এর মতো ছবি নিয়ে ৪০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন জগদীপ।

5 / 9
সরোজ খান মৃত্যু: ১৭ জুন। তিনি 'মাস্টার জি’। বলিউড নাচের জগতের অন্যতম পথিকৃৎ তিনি। সরোজ খান। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ‘ধক ধক গার্ল’।কোরিওগ্রাফিতে এক অন্য নজির সৃষ্টি করেছিলেন সরোজ খান। সহকারী কোরিওগ্রাফার হয়ে কাজ করছেন বহু বছর। ‘গীতা মেরা নাম ’ (১৯৭৮) ফিল্মে প্রথম ব্রেক পান সরোজ । তারপর থেমে থাকেননি। ‘মিস্টার ইন্ডিয়া’-র সেই গান ‘হাওয়া হাওয়াই’-এর পর থেমে থাকতে হয়নি তাঁকে। তারপর থেকে কোরিওগ্রাফার হিসেবে আর ফিরে তাকাতে হয়নি। মাধুরী দীক্ষিত, শ্রীদেবী, করিনা কাপুর খান, ঐশ্বর্য রাই বচ্চন, শিল্পা শেট্টি, কাজল, কঙ্গনা রাণাওয়াত, আলিয়া ভাট এবং আরও অনেক অভিনেত্রীদের কোরিওগ্রাফি করেচেন সরোজ।

সরোজ খান মৃত্যু: ১৭ জুন। তিনি 'মাস্টার জি’। বলিউড নাচের জগতের অন্যতম পথিকৃৎ তিনি। সরোজ খান। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ‘ধক ধক গার্ল’।কোরিওগ্রাফিতে এক অন্য নজির সৃষ্টি করেছিলেন সরোজ খান। সহকারী কোরিওগ্রাফার হয়ে কাজ করছেন বহু বছর। ‘গীতা মেরা নাম ’ (১৯৭৮) ফিল্মে প্রথম ব্রেক পান সরোজ । তারপর থেমে থাকেননি। ‘মিস্টার ইন্ডিয়া’-র সেই গান ‘হাওয়া হাওয়াই’-এর পর থেমে থাকতে হয়নি তাঁকে। তারপর থেকে কোরিওগ্রাফার হিসেবে আর ফিরে তাকাতে হয়নি। মাধুরী দীক্ষিত, শ্রীদেবী, করিনা কাপুর খান, ঐশ্বর্য রাই বচ্চন, শিল্পা শেট্টি, কাজল, কঙ্গনা রাণাওয়াত, আলিয়া ভাট এবং আরও অনেক অভিনেত্রীদের কোরিওগ্রাফি করেচেন সরোজ।

6 / 9
সুশান্ত সিং রাজপুত মৃত্যু: ১৪ জুন। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছিল গোটা দেশ। ৩৪ বছর বয়সী অভিনেতাকে মুম্বই এর বান্দ্রা য় তাঁর ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তার পর থেকেই রহস্য ঘনীভূত হচ্ছে। কিন্তু এখনও স্পষ্ট হয়নি এটা আত্মহত্যা না খুন। তদন্ত চলছে। ধরপাকড়ও চলছে। তবে মৃত্যুজট এখনও কাটেনি। এরই মধ্যে এক সমীক্ষা বলছে ইয়াহু সার্চ ইঞ্জিনে মোস্ট সার্চড পার্সোনালিটির তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সুশান্ত সিং রাজপুত।

সুশান্ত সিং রাজপুত মৃত্যু: ১৪ জুন। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছিল গোটা দেশ। ৩৪ বছর বয়সী অভিনেতাকে মুম্বই এর বান্দ্রা য় তাঁর ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তার পর থেকেই রহস্য ঘনীভূত হচ্ছে। কিন্তু এখনও স্পষ্ট হয়নি এটা আত্মহত্যা না খুন। তদন্ত চলছে। ধরপাকড়ও চলছে। তবে মৃত্যুজট এখনও কাটেনি। এরই মধ্যে এক সমীক্ষা বলছে ইয়াহু সার্চ ইঞ্জিনে মোস্ট সার্চড পার্সোনালিটির তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সুশান্ত সিং রাজপুত।

7 / 9
ওয়াজিদ খান মৃত্যু: ১ জুন ২০২০ জনপ্রিয় ডুয়ো সুরকার সাজিদ-ওয়াজিদ। সেই জুটির ওয়াজিদ খান মাত্র ৪২ বছর বয়সে মারা গেলেন।কিডনির সমস্যায় ভুগছিলেন ওয়াজিদ। ২০১৯ সাল কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। তবে কোভিড সংক্রমণের কারণে তাঁর মৃত্যু হয়। সলমন খানের হাত ধরে বলিউডি সুরের জগতে প্রবেশ সাজিদ-ওয়াজিদ। ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’ ছবিতে প্রথম কাজ করার সুযোগ পান তাঁরা। তারপর থেকে একের পর এক হিট গান উপহার দিয়েছেন। সলমনের ‘গর্ব’, ‘তেরে নাম’, ‘তুমকো না ভুল পায়েঙ্গে’, ‘ওয়ান্টেড’, ‘দাবাং’, ‘এক থা টাইগার’-এর মতো ছবির সুরে-গানে শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন সাজিদ-ওয়াজিদ জুটি।

ওয়াজিদ খান মৃত্যু: ১ জুন ২০২০ জনপ্রিয় ডুয়ো সুরকার সাজিদ-ওয়াজিদ। সেই জুটির ওয়াজিদ খান মাত্র ৪২ বছর বয়সে মারা গেলেন।কিডনির সমস্যায় ভুগছিলেন ওয়াজিদ। ২০১৯ সাল কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। তবে কোভিড সংক্রমণের কারণে তাঁর মৃত্যু হয়। সলমন খানের হাত ধরে বলিউডি সুরের জগতে প্রবেশ সাজিদ-ওয়াজিদ। ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’ ছবিতে প্রথম কাজ করার সুযোগ পান তাঁরা। তারপর থেকে একের পর এক হিট গান উপহার দিয়েছেন। সলমনের ‘গর্ব’, ‘তেরে নাম’, ‘তুমকো না ভুল পায়েঙ্গে’, ‘ওয়ান্টেড’, ‘দাবাং’, ‘এক থা টাইগার’-এর মতো ছবির সুরে-গানে শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন সাজিদ-ওয়াজিদ জুটি।

8 / 9
ঋষি কাপুর মৃত্যু: ৩০ এপ্রিল। বলিউডের প্রবাদপ্রতিম বর্ষীয়ান অভিনেতা। ঋষি কাপুর। মারা গেলেন ৬৭ বছর বয়সে। বোন ম্যারো ক্যানসারে আক্রান্ত ছিলেন ঋষি কাপুর। ‘শ্রী ৪২০’-এ প্রথম স্ক্রিনে আসেন ঋষি। তব হিরো হিসেবে আত্মপ্রকাশ ‘ববি’ ছবিতে। তারপর ‘মেরা নাম জোকার’, ‘লায়লা মজনু’, ‘প্রেম রোগ’, ‘নাগিনা’, চাঁদনি, ‘অমর আকবর অ্যান্থনি’, ‘কাপুর অ্যান্ড সন্স’, ‘১০২ নট আউট’-মতো অনবদ্য সব ছবির মুক ছিলেন জাতীয়পুরস্কার প্রাপ্ত অভিনেতা।

ঋষি কাপুর মৃত্যু: ৩০ এপ্রিল। বলিউডের প্রবাদপ্রতিম বর্ষীয়ান অভিনেতা। ঋষি কাপুর। মারা গেলেন ৬৭ বছর বয়সে। বোন ম্যারো ক্যানসারে আক্রান্ত ছিলেন ঋষি কাপুর। ‘শ্রী ৪২০’-এ প্রথম স্ক্রিনে আসেন ঋষি। তব হিরো হিসেবে আত্মপ্রকাশ ‘ববি’ ছবিতে। তারপর ‘মেরা নাম জোকার’, ‘লায়লা মজনু’, ‘প্রেম রোগ’, ‘নাগিনা’, চাঁদনি, ‘অমর আকবর অ্যান্থনি’, ‘কাপুর অ্যান্ড সন্স’, ‘১০২ নট আউট’-মতো অনবদ্য সব ছবির মুক ছিলেন জাতীয়পুরস্কার প্রাপ্ত অভিনেতা।

9 / 9
ইরফান খান মৃত্যু: ২৯শে এপ্রিল। দীর্ঘদিন ধরে লড়ছিলেন মারণ রোগের সঙ্গে। সোশ্যাল মিডিয়াতে জানিয়েও ছিলেন সে কথা। মাত্র ৫৩ বছর বয়সে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। একেবার অন্যধারার অভিনয় করতেন ইরফান। ভাব ভঙ্গিমা থেকে সংলাপ সবেতেই দর্শকের চোখ কেড়েছেন তিনি। তিরিশ বছরের স্বল্পমেয়াদী এক কেরিয়ারে পঞ্চাশের বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন ইরফান।১৯৯০ সালে বড় পর্দায় তাঁর অভিষেক। তবে এর আগে  ‘চাণক্য', 'ভারত এক খোজ' এবং 'চন্দ্রকান্তা'-র  মতো হিন্দি সিরিয়ালেও অভিনয় করেছিলেন তিনি। জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতার শেষ অভিনীত ছবি ছিল ‘ইংলিশ মিডিয়াম'।

ইরফান খান মৃত্যু: ২৯শে এপ্রিল। দীর্ঘদিন ধরে লড়ছিলেন মারণ রোগের সঙ্গে। সোশ্যাল মিডিয়াতে জানিয়েও ছিলেন সে কথা। মাত্র ৫৩ বছর বয়সে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। একেবার অন্যধারার অভিনয় করতেন ইরফান। ভাব ভঙ্গিমা থেকে সংলাপ সবেতেই দর্শকের চোখ কেড়েছেন তিনি। তিরিশ বছরের স্বল্পমেয়াদী এক কেরিয়ারে পঞ্চাশের বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন ইরফান।১৯৯০ সালে বড় পর্দায় তাঁর অভিষেক। তবে এর আগে ‘চাণক্য', 'ভারত এক খোজ' এবং 'চন্দ্রকান্তা'-র মতো হিন্দি সিরিয়ালেও অভিনয় করেছিলেন তিনি। জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতার শেষ অভিনীত ছবি ছিল ‘ইংলিশ মিডিয়াম'।

Next Photo Gallery