
সাধারণত, সোশাল মিডিয়ায় বা সংবাদমাধ্যমে যে ভিডিয়ো দেখা যায়, তা দেখে আন্দাজ করা যায়, শাহরুখ কতটা মিষ্টভাষী। যেখানে মাঝে মধ্যেই সলমন, অক্ষয়, আমিরদের পাপারাজ্জিদের সঙ্গে দুর্ব্যবহারের ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়, শাহরুখের ক্ষেত্রে এমনটা প্রায় দেখাই যায় না। কিন্তু শাহরুখকে (Shahrukh Khan) ঠিক যেভাবে দুনিয়া দেখে, সেটা নাকি সত্য়ি নয়। বাস্তবে শাহরুখে নাকি খুব বদমেজাজি! তাঁর নাকি খুবই ব্যবহার খারাপ! হ্য়াঁ, এমনটাই দাবি করলেন বলিউডের জনপ্রিয় বিনোদন সাংবাদিক পূজা সামান্ত।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি এক পডকাস্টে এসে শাহরুখকে নিয়ে বিস্ফোরক সব কথা বলে ফেললেন সাংবাদিক পূজা সামান্ত। স্পষ্ট জানালেন, কীভাবে সাক্ষাৎকার নিতে গিয়ে শাহরুখের কাছে অপমানিত হতে হয়েছিল তাঁকে।
কী বললেন পূজা?
সময়টা নয়ের দশক। তখন ‘বাজিগর’ ছবির শুটিং করছেন শাহরুখ। পূজা গিয়েছিলেন সাক্ষাৎকার করতে। পূজা যে ম্যাগাজিনে কাজ করতেন, সেখানে শাহরুখের নামে নেগেটিভ একটি প্রবন্ধ লেখা হয়েছিল। তাঁর পর পর ছবির ফ্লপ হওয়া নিয়ে বিস্তারিত আলোচনা ছিল সেই লেখায়। আর তা পড়েই শাহরুখ রীতিমতো রেগে যান। পূজাকে সামনেই পেয়েই, সেই রাগ তিনগুণ হয়ে যায়। পূজা স্পষ্ট বলেন, এডিটর এসে ক্ষমা না চাইলে, কোনও সাক্ষাৎকার হবে না। শাহরুখের মুখে এমন কথা শুনে পূজা সম্পাদককে ফোনও করেন। তারপর সম্পাদক শাহরুখের সামনে আসায়, অকথ্য ভাষায় তাঁকে গালিগালাজ করেন অভিনেতা।
এই পডকাস্টে পূজা আরও জানান, ” কেরিয়ারের শুরুতে শাহরুখের এমন ব্যবহার ছিল। কিন্তু যত সময় এগিয়েছে, শাহরুখ নিজেকে পাল্টে ফেলেছেন। এখন শাহরুখ সত্যিই জেন্টালম্যান।”