
মাত্র ২১ বছর বয়সে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। সেই সময় তাঁদের বয়স অল্প ছিল। টানা ১৬ বছর সংসার করার পর রিনার সঙ্গে বিয়ে ভাঙে আমিরের। সেই সময় তাঁদের দুটি সন্তান জুনায়েদ এবং ইরা বড় হচ্ছিল। সম্প্রতি ইরার বিয়ে করেছেন তাঁর প্রেমিক নূপুর শিখরকে। সেই বিয়েতে হাউ হাউ করে কেঁদেছেন আমির। চোখের জল মোছাতে এসেছিলেন রিনাই। রিনার সঙ্গে বিবাহবিচ্ছেদের সময় ভীষণ ভেঙে পড়েছিলেন আমির। তাঁদের মধ্যে কি কোনও তিক্ততা ছিল?
একেবারেই ছিল না। বিবাহবিচ্ছেদের কারণ কী এখনও পর্যন্ত জানা যায়নি। তবে বিয়ে ভাঙার পরেও যে রিনার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন আমির তাঁর প্রমাণ একাধিক। আমির এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমার সঙ্গে রিনার ছাড়াছাড়ি হয়ে যেতে পারে ঠিকই। কিন্তু আমি সম্ভব ভালবাসি এবং সম্মান করি ওঁকে। রিনার প্রতি আমার ভালবাসা বিচ্ছেদের কারণে ফুরিয়ে যায়নি। তাই ওঁকে আমি সম্মান করব না, এমনটা হতেই পারে না। আমাদের পথ আলাদা হয়ে গেলেও রিনাকে আমি কোনওদিনও জীবন থেকে বাদ দিতে পারব না। ও আমার জন্য অনেক কিছু করেছে। রিনা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমাকে সমৃদ্ধ করেছে। তাই আমি ওঁর প্রতি কৃতজ্ঞ।”
অন্যদিকে রিনার সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটার তিন বছর পর, অর্থাৎ ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। সেই সময় ‘লগান’ ছবির কাজ করছিলেন তিনি। সেই ছবির সেটেই কিরণের সঙ্গে আলাপ হয় আমিরের। এবং বিয়ে হয় পরবর্তী সময়ে। ২০২১ সালে কিরণের সঙ্গেও বিবাহবিচ্ছেদ ঘটে যায় আমিরের। ১৬ বছর সংসার করেছিলেন তাঁরাও। কিরণকেও অন্যন্ত সম্মান করেন আমির। কিরণ এবং আমিরের রয়েছে এক সন্তান। আইভিএফ পদ্ধতিতে জন্ম হয়েছিল আজ়াদের। কিরণ এবং রিনার বন্ধুত্ব সকলের নজর কেড়েছে। আমির তাতে খুবই খুশি।