মেয়ে ইরার বিয়েতে হাউ-হাউ করে কান্না আমিরের, সামলালেন প্রথম স্ত্রী রিনাই

Aamir-Ira: পূর্বেই এক সাক্ষাৎকারে আমির খান বলেছিলেন, মেয়ের বিয়েতে তিনি ভীষণ কাঁদবেন। তিনি ভীষণই আবেগপ্রবণ মানুষ। সিনেমা দেখলেও কেঁদে ভাসিয়ে দেন। এ ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটানি কোনও। আমির কেঁদেছেন। এবং সেই কান্নার ভিডিয়ো ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায়।

মেয়ে ইরার বিয়েতে হাউ-হাউ করে কান্না আমিরের, সামলালেন প্রথম স্ত্রী রিনাই
আমির খান।
Follow Us:
| Updated on: Jan 11, 2024 | 3:56 PM

সম্প্রতি বিয়ে করেছেন আমির খানের একমাত্র কন্যা ইরা খান। প্রেমিক নূপুর শিখরকে বিয়ে করেছেন তিনি। নূপুর আবার আমিরের জিম ইনস্ট্রাকটর ছিলেন। রেজিস্ট্রি বিয়ের দিন ৮ কিলোমিটার দৌড়ে সইসাবুদ করতে এসেছিলেন নূপুর। ৩ জানুয়ারি হয় সেই আইনি বিয়ের অনুষ্ঠান। তারপর ৮ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত রাজস্থানের উদয়পুরে বিলাশবহুলভাবে নূপুর-ইরার সামাজিক বিয়ে আয়োজিত হয়। হলদি-মেহেন্দি-সঙ্গীত সবই হয় সেই বিয়েতে। রিনা দত্ত এবং আমির খানের একমাত্র কন্যা ইরা। কন্যার বিয়েতে তাই জমিয়ে সাজগোজ করেছেন আমির। অন্যান্য বলিউড বিয়ের মতো আমির-কন্যার বিয়েতে ছবি তোলার কোনও বিধি-নিষেধ ছিল না। মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পেরেছেন আমন্ত্রিতরা। ছবিও তুলতে পেরেছেন তাঁরা। ফলে ইরার বিয়ের নানা মুহূর্তের ছবি এবং ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। তেমন একটি ভিডিয়োতে দেখা যায় আমির খান হাউ-হাউ করে কাঁদছেন এবং চোখ মুছছেন।

পূর্বেই এক সাক্ষাৎকারে আমির খান বলেছিলেন, মেয়ের বিয়েতে তিনি ভীষণ কাঁদবেন। তিনি ভীষণই আবেগপ্রবণ মানুষ। সিনেমা দেখলেও কেঁদে ভাসিয়ে দেন। এ ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটানি কোনও। আমির কেঁদেছেন। এবং সেই কান্নার ভিডিয়ো ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায়।

তা দেখে অনেকেই সহানুভূতি প্রকাশ করেছেন আমিরের প্রতি। এবং আমিরের সেই কান্না মোছাতে চলে এসেছিলেন তাঁর প্রথম স্ত্রী রিনা দত্ত। যাঁকে মাত্র ২১ বছর বয়সে বিয়ে করেছিলেন আমির খান।

ইরার বিয়েতে উপস্থিত ছিলেন তাঁর সৎ মা কিরণ রাও এবং তাঁর সৎ ভাই আজ়াদও। কিরণের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে গিয়েছে আমির খানের। যদিও সেই বিবাহবিচ্ছেদ ঘটার পর পরিবারের মতোই থাকেন আমির এবং তাঁর দুই প্রাক্তন স্ত্রী।