
মেয়ের বিয়ে মিটতে না মিটতেই দ্রুত কাজে ফিরছেন আমির খান। শেষ মুক্তি পাওয়া তিন ছবি বক্স অফিস সাফল্যের মুখ দেখেনি। ফলে বেশ কিছুদিন ধরে আমির খান চর্চার কেন্দ্র থেকে সরে গিয়েছিলেন। সদ্য এক বড় কাজ মিটিয়ে উঠলেন তিনি মেয়ে আইরা খানের ধুমধাম করে বিয়ে দিলেন বলিউডের সুপারস্টার। গালা সেলিব্রেশন শেষ হতে না হতেই এবার কাজে ফেরার পালা। পরপর বেশ কয়েকটি প্রজেক্ট হাতে নিয়েছেন তিনি। এবার মুম্বই ছাড়ছেন বেশ কিছুদিনের জন্য। আমির খানকে নিয়ে কয়েক দিন ধরেই জল্পনা শোনা যাচ্ছে বিভিন্ন প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়ার কথা, যদিও কোনও প্রজেক্টের কথা নিজে মুখে জানাননি ভক্তদের। তবে এবার দিল্লির পথে আমির খান সেখানেই টানা ফেব্রুয়ারি মাস থাকবেন তিনি। এক মাস ধরে চলবে তাঁর আগামী প্রজেক্টের শুটিং।
বলিউড সূত্রে খবর যোগ দেবেন নাসিরুদ্দিন শাহ ও বিক্রান্ত ম্যসি। খবর ছড়িয়ে পড়তে ভক্ত মনে গুঞ্জন তুঙ্গে। সকলেরই মনে কৌতুহল এবার কোন অবতারে ধরা দিচ্ছে চলেছেন আমির খান। লাগান ছবি থেকে যাত্রা শুরু, তবে থেকেই আর ফিরে তাকাতে হয়নি, তাঁকে বছরে একটা ছবি তাতেই যেন কাঁপাকাঁপি বক্স অফিস। তবে সেই ছন্দে পতন ঘটে দঙ্গল ছবির পর থেকে। সিক্রেট সুপারস্টার সেই যে আমির খানের ভাগ্যের ফ্লপ ট্রেন্ড শুরু করে দিয়েছে তারপর থেকে থাগস্ অব হিন্দুস্তান, লাল সিং চাড্ডা কোনও ছবি সেভাবে দর্শক মনে জায়গা করতে পারছে না। যদিও পরিশ্রম কম করছেন না আমির খান, একটা সময় নিজের শরীর নিয়ে কাঁটা ছেঁড়া করে বিভিন্ন চরিত্রে দর্শকম মনের ঝড় তুলতেন যে সুপারস্টার, তিনি বারবার ব্যর্থতার মুখ দেখছেন।
যদিও এই প্রসঙ্গে কখনও-ই কোন মন্তব্য করেননি তিনি, তবে জানিয়েছিলেন এরপর বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে কাজ শুরু করবেন। স্থির করেছিলেন কিছুটা বিরতি নিবেন, সময়ও কেটে গিয়েছে অনেকটাই। লাল সিং চাড্ডা মুক্তি পাওয়ার পর বেশ কিছুটা বিরতি নিয়েই আবার শুটিংয়ে ফেরার পালা। আমির খানের এই সিদ্ধান্তেই অনেকে মনে করেছিলেন তিনি শাহরুখ খানের পথে হাঁটছেন। তবে কাম ব্যাক যে সব সময় ধামাকাদার হয় এমন নয়। শাহরুখ খানের পরপর দুই অ্যাকশন ছবি বছর ভোর তাঁকে চর্চার শীর্ষে তুলে রাখলেও তৃতীয় ছবি ডানকি সেভাবে জায়গা করতে পারেনি বক্স অফিসে। যার ফলে এক শ্রেণির সমালোচকদের দাবি এখন দর্শক কেবল অ্যাকশন ছবিতেই নজর দিচ্ছেন। যার একগুচ্ছ প্রমাণ রেখে গিয়েছে ২০২৩ সাল। এখন দেখার আমির খানের আগামী প্রজেক্ট কোন চমক নিয়ে আসতে চলেছে দর্শক দরবারে।