সৌরভের বাড়ির গেট থেকেই তাড়িয়ে দেওয়া হয় আমির খানকে, কেন এই অপমান জোটে?

Sneha Sengupta |

Jul 16, 2024 | 4:12 PM

Aamir Khan-Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়িতে গিয়েছিলেন আমির খান। কিন্তু দাদার বাড়ির দরজা থেকেই তাঁকে দূর-দূর করে তাড়িয়ে দিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। কিন্তু কেন এমন অপমানের মুখোমুখি হয়েছিলেন আমির খান?

Follow Us

১৫ বছর আগে কলকাতায় এসেছিলেন আমির খান। সেই সময় মুক্তি পাচ্ছিল তাঁর ছবি ‘থ্রি ইডিয়টস’। শহরে রাস্তায়-রাস্তায় ঘুরে বেড়িয়েছিলেন অভিনেতা। গিয়েছিলেন বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও। কিন্তু দাদার বাড়ির দরজা থেকেই তাঁকে দূর-দূর করে তাড়িয়ে দিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। কেন এমন অপমানের মুখোমুখি হয়েছিলেন আমির খান?

একটি ভিডিয়ো ভাইরাল হয় তখনই। ভিডিয়োতে দেখা যায়, সৌরভের বাড়ির নীচে দাঁড়িয়ে রয়েছেন আমির খান। গেটের বাইরে নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসা চলে মিস্টার পারফেকশনিস্টের। বলতে শোনা যায়, “দাদা বাড়িতে আছেন?” এই কথা বলার পর তাঁকে প্রায় অসম্মান করেই বের করেন নিরাপত্তারক্ষীরা।

কিন্তু সৌরভের বাড়িতে কেন আমির খানকে এমন অপমানের মুখোমুখি হতে হয়েছিল? এর অন্যতম কারণ, সেই সময় ছবির প্রচার করতেই ছদ্মবেশ ধারণ করে কলকাতার বুকে ঘুরে বেড়িয়েছিলেন আমির। তাঁকে কেউ চিনতেই পারেননি। এমনকী কাছে থেকে দেখে তাঁকে চিনতে পারেনি সৌরভের বাড়ির নিরাপত্তারক্ষীরাও। তাঁকে সৌরভের বাড়িতে ঢোকার অনুমতিও দেননি তাঁরা।

সেদিন বিকেলেই স্ত্রী কিরণ রাওকে (সেই সময় কিরণের সঙ্গে ছাড়াছাড়ি হয়নি আমিরের) নিয়ে বেহালার বাড়িতে প্রবেশ করেছিলেন আমির খান। মহারাজের বাড়িতে বিরাট আপ্যায়ন হয়েছিল তাঁদের। সৌরভের মা স্বয়ং এসে তাঁদের খাতির-যত্ন করেছিলেন। সকালের ঘটনাটি যখন আমির সৌরভকে বলেছিলেন, তখন তিনি হেসে লুটিয়ে পড়েছিলেন।

১৫ বছর আগে কলকাতায় এসেছিলেন আমির খান। সেই সময় মুক্তি পাচ্ছিল তাঁর ছবি ‘থ্রি ইডিয়টস’। শহরে রাস্তায়-রাস্তায় ঘুরে বেড়িয়েছিলেন অভিনেতা। গিয়েছিলেন বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও। কিন্তু দাদার বাড়ির দরজা থেকেই তাঁকে দূর-দূর করে তাড়িয়ে দিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। কেন এমন অপমানের মুখোমুখি হয়েছিলেন আমির খান?

একটি ভিডিয়ো ভাইরাল হয় তখনই। ভিডিয়োতে দেখা যায়, সৌরভের বাড়ির নীচে দাঁড়িয়ে রয়েছেন আমির খান। গেটের বাইরে নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসা চলে মিস্টার পারফেকশনিস্টের। বলতে শোনা যায়, “দাদা বাড়িতে আছেন?” এই কথা বলার পর তাঁকে প্রায় অসম্মান করেই বের করেন নিরাপত্তারক্ষীরা।

কিন্তু সৌরভের বাড়িতে কেন আমির খানকে এমন অপমানের মুখোমুখি হতে হয়েছিল? এর অন্যতম কারণ, সেই সময় ছবির প্রচার করতেই ছদ্মবেশ ধারণ করে কলকাতার বুকে ঘুরে বেড়িয়েছিলেন আমির। তাঁকে কেউ চিনতেই পারেননি। এমনকী কাছে থেকে দেখে তাঁকে চিনতে পারেনি সৌরভের বাড়ির নিরাপত্তারক্ষীরাও। তাঁকে সৌরভের বাড়িতে ঢোকার অনুমতিও দেননি তাঁরা।

সেদিন বিকেলেই স্ত্রী কিরণ রাওকে (সেই সময় কিরণের সঙ্গে ছাড়াছাড়ি হয়নি আমিরের) নিয়ে বেহালার বাড়িতে প্রবেশ করেছিলেন আমির খান। মহারাজের বাড়িতে বিরাট আপ্যায়ন হয়েছিল তাঁদের। সৌরভের মা স্বয়ং এসে তাঁদের খাতির-যত্ন করেছিলেন। সকালের ঘটনাটি যখন আমির সৌরভকে বলেছিলেন, তখন তিনি হেসে লুটিয়ে পড়েছিলেন।

Next Article