কারগিলে মাত্র চারজনকে নিয়ে কী করছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’?

শুভঙ্কর চক্রবর্তী |

May 07, 2021 | 12:11 PM

২০১৯ সালে আমিরের জন্মদিনে ‘লাল সিং চড্ডা’ ছবিটির ঘোষণা করা হয়। এবং তার পর থেকে তিনি একেবারে ছবিতেই ডুবে গিয়েছিলেন এবং এখনও তা-ই রয়েছেন। ‘থ্রি ইডিওটস’ এবং ‘তালাশ’-এর পর আবার অন স্ক্রিনে দেখা যাবে আমির-করিনা জুটিকে।

কারগিলে মাত্র চারজনকে নিয়ে কী করছেন মিস্টার পারফেকশনিস্ট?
আমির।

Follow Us

১৯৯৪-এ মুক্তিপ্রাপ্ত হলিউডি ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। ছবিতে রয়েছেন মিস্টার পারফেকশনিস্ট আমির এবং করিনা কাপুর খান। এ খবর আর নতুন নয়। ছবির কাজ প্রায় শেষের দিকে ছিল কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা হলেও ব্যাকফুটে করে দেয় ছবিটিকে।  তার উপর কোভিডে আক্রান্ত হয়ে পড়েন আমির। সব মিলিয়ে কিছুটা হলেও মনখারাপ রয়েছে অভিনেতার তাঁর এই ড্রিম প্রজেক্ট নিয়ে। অন্যদিকে করিনা তাঁর ফিল্মের অংশগুলোর শুট শেষ করে ফেলেছেন। তবে মিস্টার খানের যুদ্ধের কিছু সিকোয়েন্সের কাজ এখনও চলছে।

 

শুটিংয়ের অবসরে করিনা এবং আমির। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

 

সূত্রের খবর অনুযায়ী, ‘লাল সিং চাড্ডা’-র শুটিং চলছে কার্গিলে। আমির সেই শুটিংয়ে ভীষণ ব্যস্ত। কিন্তু অবাক করার বিষয় এই যে মাত্র চারজন ক্রু মেম্বার নিয়েই চলছে শুটিং! আজ্ঞে হ্যাঁ, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কি এ সিদ্ধান্ত তা অবশ্য জানা যায়নি। আগামী কয়েক মাস চলবে শুটিং কারণ গোটা টিম চাইছে ছবিটি রিয়্যাল লোকেশনেই শুট হোক।

সূত্রের আরও খবর, “মুম্বইতে একটি সেট তৈরি করে শুট করার সম্ভবনা ছিলই না কারণ অভিনেতা চেয়েছিলেন যুদ্ধের দুর্দান্ত সিকোয়েন্স যেন সত্যিকারের লোকেশনগুলোতে শুটিং হোক। আগামীদিনে লোকেশনগুলোয় একেবারে ন্যূনতম ক্রু মেম্বার নিয়েই কাজ হতে চলেছে।”

২০১৯ সালে আমিরের জন্মদিনে ‘লাল সিং চড্ডা’ ছবিটির ঘোষণা করা হয়। এবং তার পর থেকে তিনি একেবারে ছবিতেই ডুবে গিয়েছিলেন এবং এখনও তা-ই রয়েছেন। ‘থ্রি ইডিওটস’ এবং ‘তালাশ’-এর পর আবার অন স্ক্রিনে দেখা যাবে আমির-করিনা জুটিকে।

আমির খান।

Next Article