জুন মাসেই ফাইনাল! সুখবর দিলেন আমির খান

২০০৭ সালে মুক্তি পায় আমির খান অভিনীত তারে জমিন পর ছবি। বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল আমিরের এই ছবি। শিশুশিল্পী দর্সিল সাফারি নিয়ে আমিরের তারে জমিন পর ফিল্ম সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছিল।

জুন মাসেই ফাইনাল! সুখবর দিলেন আমির খান

|

May 20, 2025 | 8:15 PM

এই মুহূর্তে আমির খান ও তাঁর নতুন প্রেমিকা গৌরীর বিয়ের খবর নিয়ে নানা গুঞ্জন বলিপাড়ায়। কবে তৃতীয়বার বিয়ে করবেন আমির, তৃতীয় স্ত্রীকে নিয়ে থাকবেন কোথায়, তা নানা আলোচনা বলিউডে। ঠিক এই সময়ই সোশাল মিডিয়ায় সুখবর দিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। জানিয়ে দিলেন জুন মাসেই তাঁর স্বপ্নপূরণ হতে চলেছে!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ২০০৭ সালে মুক্তি পায় আমির খান অভিনীত তারে জমিন পর ছবি। বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল আমিরের এই ছবি। শিশুশিল্পী দর্সিল সাফারি নিয়ে আমিরের তারে জমিন পর ফিল্ম সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছিল। সেই সময় থেকেই আমির প্ল্যান করে ফেলেছিলেন এই ছবির সিক্যুয়েল তৈরি করবেন। নামও ঠিক করে ফেলেন সিতারে জমিন পর।

আমিরের সেই স্বপ্নই পূরণ হতে চলেছে। আগামী জুন মাসেই মুক্তি পাচ্ছে তারে জমিন পর ছবির সিক্যুয়েল সিতারে জমিন পর। সোমবার সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে এই ছবিরই পোস্টার ভাগ করে নিলেন আমির খান। আগামী ২০ জুন মুক্তি পাচ্ছে এই ছবি। সূত্রের খবর, সিতারে জমিন পর ছবিটি একটি স্পোর্টস ড্রামা। আমিরের কথায়, এই ছবির নায়ক আমি নই, ছবির গল্পই হল আসল হিরো।