আমিরের আক্ষেপ, ছেলেকে নিয়ে কীসের দুশ্চিন্তা অভিনেতার?

Sneha Sengupta |

Aug 02, 2024 | 1:54 PM

Aamir Khan: 'মহারাজ' মুক্তির আগে একটি প্রচার অনুষ্ঠানে গিয়ে জুনায়েদ জানিয়েছিলেন, তাঁকে কোনওদিনও কোনও স্ট্রাগল করতে হয়নি। তিনি চিরকালই হাতের কাছে পেয়েছেন সবকিছু। থিয়েটারে অভিনয় করেছেন অনেকগুলো বছর। থিয়েটারই তাঁকে শিখিয়ে-পড়িয়ে নিয়েছে।

আমিরের আক্ষেপ, ছেলেকে নিয়ে কীসের দুশ্চিন্তা অভিনেতার?
জুনায়েদ-আমির।

Follow Us

তিনি মিস্টার পারফেকশনিস্ট। তিনি বলিউড তারকা আমির খান। তাঁর পুত্র জুয়ায়েদ খানের প্রথম অভিনীত ছবি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। ছবির নাম ‘মহারাজ’। ছবিকে ঘিরে দুশ্চিন্তা ভর করেছিল আমিরের মনে। ছেলেকে নিয়ে খানিকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। কী এমন ঘটেছিল?

আমিরের আক্ষেপ, ছবিতে অভিনয় করার সময় পুত্র জুনায়েদ তাঁর সঙ্গে একবারের জন্যেও আলোচনা করেননি। কোনও টিপস নেননি বাবার থেকে। আমির বলেছেন, “আমি খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম। মনে হতে শুরু করেছিল, জুনায়েদের কাজ লোকের ভাল লাগবে তো? নিজের ছেলে বলে বলছি না, জুনায়েদ এই ছবির জন্য খুব পরিশ্রম করেছিল। আমার থেকে কোনও সাহায্যই ও নেয়নি। আমি ওর জন্য খুবই গর্বিত।”

‘মহারাজ’ মুক্তির আগে একটি প্রচার অনুষ্ঠানে গিয়ে জুনায়েদ জানিয়েছিলেন, তাঁকে কোনওদিনও কোনও স্ট্রাগল করতে হয়নি। তিনি চিরকালই হাতের কাছে পেয়েছেন সবকিছু। থিয়েটারে অভিনয় করেছেন অনেকগুলো বছর। থিয়েটারই তাঁকে শিখিয়ে-পড়িয়ে নিয়েছে।

জুনায়েদ আমির ও তাঁর প্রথম স্ত্রী রিনা দত্তর সন্তান। বাবা-মায়ের ডিভোর্সের পর মায়ের কাছেই বেশির ভাগ সময় থেকেছেন জুনায়েদ ও তাঁর বোন ইরা। তবে বাবার বাড়িতে যাতায়াত লেগেই থাকত তাঁদের। বলি অন্দরে কান পাতলে শোনা যায়, জুনায়েদ নাকি রক্ষণশীল মানসিকতার মানুষ। বাবাকেও নাকি ধমকে দেন তিনি।

Next Article