বয়ফ্রেন্ড নুপুর শিখরের সারপ্রাইজে মুগ্ধ আমির খানের মেয়ে ইরা খান। সেই মুগ্ধতা ইনস্টাগ্রামেও ভাগ করে নিলেন ফ্যানেদের সঙ্গে। অবাক ইরার বক্তব্য, “মাত্র দু’বার করেছ। তা সত্ত্বেও এত ভাল!”
ইরার ছোটবেলার ছবি এঁকেছিলেন নুপুর। পেন্সিল স্কেচ। কিন্তু তা যেন একেবারে আসল। আর তা দেখেই অবাক ইরা। তিনি ভাবতেই পারছেন না, যে নুপুর সারাজীবন মাত্র দু’বার ছবি এঁকেছেন সে কী করে এত ভাল আঁকতে পারে। তাঁর কথায়, “দ্যাটস সো গুড।” ইনস্টাস্টোরিতে একসঙ্গে মিল্কশেক বানানোর ছবিও পোস্ট করেছেন ইরা। তাঁদের ভালবাসা ভালবেসেছেন নেটিজেনরাও।
এই বছর প্রেম দিবসে নিজেদের সম্পর্কের কথা প্রথম বার প্রকাশ্যে আনেন ইরা। নুপুরের সঙ্গে ছবি শেয়ার করে তিনি লেখেন, “তোমার সঙ্গে প্রমিস করা এবং তোমার কাছে প্রমিস করা গর্বের।” সঙ্গে হ্যাশট্যাগে একগুচ্ছ প্রেমের বার্তা। তাঁদের ইনস্টাগ্রামে উঁকি দিলেই দেখা যাবে ভালবাসা ছড়িয়ে রয়েছে প্রতি পোস্টে। যে ভালবাসায় দেখনদারি নেই। জাঁকজমক নেই। আছে শুধু পাশে থাকার অঙ্গীকার।