‘১৪ বছরে যৌন হেনস্থার শিকার হয়েছিলাম’, বিস্ফোরক আমির কন্যা ইরা
TV9বাংলা ডিজিটাল বয়স তখন ছিল মাত্র ১৪। আর ওই কিশোরী বয়সেই পরিচিত মানুষের কাছে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন আমির খানের কন্যা ইরা (Ira Khan)। সম্প্রতি ইনস্টাগ্রামে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাই এক ভিডিয়োও শেয়ার করেছেন ২৩ বছরের ওই স্টারকিড। পাশাপাশি মুখ খুলেছেন আমির খান(Aamir Khan) এবং তাঁর প্রথম স্ত্রী রীণা দত্ত-র (ইরার মা) বিবাহবিচ্ছেদ নিয়েও। ইরা […]

মেয়ে ইরার সঙ্গে আমির।
TV9বাংলা ডিজিটাল
বয়স তখন ছিল মাত্র ১৪। আর ওই কিশোরী বয়সেই পরিচিত মানুষের কাছে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন আমির খানের কন্যা ইরা (Ira Khan)। সম্প্রতি ইনস্টাগ্রামে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাই এক ভিডিয়োও শেয়ার করেছেন ২৩ বছরের ওই স্টারকিড। পাশাপাশি মুখ খুলেছেন আমির খান(Aamir Khan) এবং তাঁর প্রথম স্ত্রী রীণা দত্ত-র (ইরার মা) বিবাহবিচ্ছেদ নিয়েও।
ইরা ওই ভিডিয়োতে বলেন, “তখন আমার ১৪ বছর বয়স। যৌন নির্যাতনের শিকার হতে হয় আমাকে। বুঝেই উঠতে পারছিলাম না, ওই ব্যক্তি কি জেনেশুনেই এমনটা করছেন, কারণ অল্প হলেও তাঁকে চিনতাম আমি।”
প্রায় এক বছর লেগেছিল গোটা ব্যাপারটি বুঝে উঠতে, জানিয়েছেন ইরা। আর বোঝামাত্রই গোটা ঘটনা মেল মারফৎ বাবা আমির এবং তাঁর মা রীণাকে লিখে জানিয়েছিলেন তিনি। মেয়ের পাশে দাঁড়িয়েছিলেন আমির-রীণা। ভয়াবহ ওই পরিস্থিতি থেকে তাঁদের একমাত্র মেয়েকে বের করে এনেছিলেন সেলেব-দম্পতি। তবে ওই একটি ঘটনা যে তাঁর শৈশবকে ছিঁড়ে খেয়েছিল, চুরমার করে দিয়েছিল ভিতরে ভিতরে, তা কিন্তু নয়, ভিডিয়োতে এমনটাই জানিয়েছেন ইরা। তাঁর কথায়, “আমি ভয় পাইনি। আমার মনে হয়েছিল এ রকম ঘটনা আর কোনও দিনও আমার সঙ্গে হবে না। আমি মুভ অন করে যাই।”
দিন কয়েক আগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্টের মাধ্যমে ইরা জানিয়েছিলেন, তিনি মানসিক অবসাদগ্রস্ত। চার বছর ধরে ক্লিনিকাল ডিপ্রেশন-এ ভুগছেন। ইরার স্বীকারোক্তির পর পাল্টা খোঁটা দিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। নাম না করে আমির-কন্যার উদ্দেশ্যে কঙ্গনা টুইটে লিখেছিলেন, ছোট বয়সে বাবা-মায়ের বিচ্ছেদের ফলেই ইরার মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যদিও ইরা তাঁর ভিডিয়োতে স্পষ্টতই জানিয়ে দেন, তাঁর বাবা (আমির খান) এবং মা (রীণা দত্ত)-র বিবাহবিচ্ছেদ শান্তিপূর্ণই ছিল। এই বিচ্ছেদই যে তাঁর অবসাদের কারণ, এমনটা নয়।
দিন কয়েক আগে যৌন হেনস্থার শিকার হওয়া নিয়ে মুখ খুলেছিলেন আর এক বলি অভিনেত্রী ফতিমা সানা শেখ। অন্য দিকে ডিপ্রেশন নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন অমিতাভ বচ্চনের নাতনি, শ্বেতা বচ্চনের মেয়ে নব্যা নভেলি নন্দাও। গায়ের রঙের জন্য যে বারেবারে অপদস্থ হতে হয়েছে সে কথা মাসখানেক আগে জানিয়েছিলেন শাহরুখ কন্যা সুহানা। সুশান্তের মৃত্যুর পর যখন মানসিক অবসাদ টপিকে সরগরম বলিউড, তখন ‘বহিরাগত’-দের পাশপাশি স্টারকিডদেরও বিভিন্ন সংবেদনশীল বিষয়ে একের পর এক স্বীকারোক্তি কি আউটসাইডার-ইনসাইডারের আগল ঘুচিয়ে দিচ্ছে? উঠছে প্রশ্ন।

আপনার প্রেমিকের জীবনে কি একাধিক মহিলা আছেন? বলে দেবে তাঁর শরীরের কোথায় আছে তিল

৮ ঘন্টা ঘুম কেন জরুরি? নাহলে কী ক্ষতি হয় জানেন?

আপনার আধার কার্ড কেউ অপব্যবহার করছে না তো? কী ভাবে বুঝবেন?

মোবাইল ফোন কখন ব্যবহার করা অনুচিত? প্রেমানন্দ মহারাজ বললেন...

পৃথিবী ধ্বংস হবে কীভাবে? প্রেমানন্দ মহারাজ বললেন...

আজ প্রেমিকার সঙ্গে কোন রঙের পোশাক পরে বেরোলে ফেলতে পারবে না আপনার কথা?