
ভাইরাল চুমু কাণ্ড নিয়ে আগেই সাফাই দিয়েছেন উদিত নারায়ণ। স্পষ্ট বলেছেন, এসব ফ্যানেদের ভালবাসা। এর মধ্য়ে নোংরামি নেই। এমনকী, জানিয়েছেন, এই ভিডিও খুবই পুরনো। নতুন করে ভাইরাল হওয়ায়, তাঁর জনপ্রিয়তাই বাড়ল ফের।
আর এবার উদিতের এই চুমু কীর্তি নিয়ে মুখ খুললেন বলিউডের আরেক জনপ্রিয় গায়ক অভিজিৎ। তাঁর কথায়, উদিত একেবারে খেলোয়াড়!
অভিজিৎ সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, একই মঞ্চে একই সঙ্গে গাইছেন উদিত ও অভিজিৎ। গানটি তাঁদের জনপ্রিয় গান ম্যায় খিলাড়ি তু আনাড়ি। সেই ভিডিও আপলোড করে ক্যাপশানে লিখেছেন, ইয়ে খিলাড়ি, ম্যায় আনাড়। আমার খিলাড়ি বন্ধু। তবে অভিজিৎ এই বিষয়কে হালকা করতে চাইলেও, নেটিজেনরা কিন্তু উদিতের এমন কম্মকে মোটেই ভাল চোখে দেখছেন না। অভিজিতের সমর্থনকেও কটাক্ষ করেছে নেটপাড়া।
মহিলা অনুরাগীকে ঠোঁটঠাসা চুমু নিয়ে উদিত বলেছিলেন, ”অনুরাগীরা আমাকে পছন্দ করেন, আমি এরকম নই। আমি খুবই ভদ্র মানুষ। আমরা যখন পারফর্ম করি, তখন অনেক অনুরাগীই এগিয়ে আসেন, তাঁদের ভালবাসা দেখাতে। আমাদের ছুঁয়ে দেখতে চায়। কেউ কেউ হ্যান্ডসেক করে। কেউ কেউ হাতে চুমু খান।”
উদিতের কথায়, ” আসলে ভিড় সামলাতে আমাদের সঙ্গে নিরাপত্তারক্ষীরা থাকে। তবুও ফ্যানরা ভাবে একবারটি কাছ থেকে দেখতে। ছুঁয়ে দেখতে। এই কারণেই অনেকে এগিয়ে আসেন। এই চুমুর ঘটনাটি এরকমই। একে এত বড় খবর করার কিছু নেই। এটা একেবারেই আমার প্রতি ফ্যানেরা ভালবাসা। খুবই স্বাভাবিক একটা ঘটনা। এটাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। ”