
ফের বলিউডের খানজাদাদের বিরুদ্ধে মুখ খুললেন দাবাং ছবির পরিচালক অভিনব কাশ্যপ। প্রথমে সলমন, তারপর শাহরুখ। আর এবার অভিনবের নিশানায় এলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খানকে ধূর্ত শিয়াল তকমা দিয়ে কটাক্ষ করলেন পরিচালক।
সলমন খানের দাবাং ছবি থেকেই বলিউডে ছবি পরিচালনা শুরু করেন অনুরাগ কাশ্যপের ভাই অভিনব। প্রথম ছবিই বক্স অফিসে দারুণ হিট। তারপরেও বলিউডে ছবি তৈরি করতে গিয়ে সমস্য়া পড়ছেন অভিনব। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনব জানিয়েছেন, সলমন খান, শাহরুখ খানের জন্যই নাকি তাঁর কেরিয়ার নষ্ট হয়েছে। সলমন ও শাহরুখই নাকি তাঁকে বলিউডে টিকতে দিচ্ছেন না। সলমনকে ‘মস্তান’ ও শাহরুখকে ‘চোর বলেও সম্বোধন করেছেন অভিনব। আর এবার আমির খানকে ‘ধূর্ত শিয়াল’ বললেন পরিচালক।
আমির খানকে নিয়ে কী বললেন অভিনব?
অভিনবের কথায়, সলমন ও শাহরুখের থেকেও খারাপ মানুষ আমির। অভিনব বলেন, সলমন ও শাহরুখের থেকে উচ্চতায় আমির ছোট হলেও, ওর মতো কুচক্রি কেউ নেই বলিউডে। আমির হল ধূর্ত শিয়াল। কীভাবে আপনার ক্ষতি করে দেবে, বুঝতেই পারবেন না।
আমির খানের সঙ্গে দুএকটি বিজ্ঞাপন শুট করতে গিয়েই, তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছিলেন অভিনব। পরিচালকের কথায়, নিজেকে ভগবান সাজাতে গিয়ে, ছবির গল্প বদলে ফেলেন আমির। পরিচালককে হাতের পুতুল বানিয়ে রাখেন। কিছু বললেই, ছবি ছেড়ে বেরিয়ে যেতে চান।
প্রসঙ্গত,এই এক সাক্ষাৎকারে শাহরুখের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তোলেন অভিনব। পরিচালক বলেন, এই বলিউডে শাহরুখ ও সলমনের লবি চলে। এই লবিতে না থাকলেই বিপদ। শাহরুখকে নিয়ে আমি একটা ছবি করতে চেয়েছিলাম। কিন্তু ওর প্রযোজনা থেকে করিনি বলে, আমাকে আর ছবিটা করতেই দেয়নি। সলমন বলিউডের গুন্ডা আর শাহরুখ হল চোর। লোকের থেকে আইডিয়া চুরি করে শাহরুখ।
এরপরই শাহরুখের বিরুদ্ধে বোমা ফাটান দাবাং পরিচালক। অভিনব জানান, শাহরুখের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কিছু জানি, যা প্রকাশ্যে আনলে ওর পরিবার ভেঙে যাবে। সেটা আমি চাই না বলেই চুপ করে আছি। শাহরুখ যদি নিজেকে শুধরে নেয়, তাহলে ভাল হয়। নাহলে সমস্যা বাড়বে। তবে হ্যাঁ, সলমনের মতো অসভ্য নয় শাহরুখ। শাহরুখ যা করেন তা একেবারে চুপি চুপি। খুবই ধূর্ত মানুষ হলেন শাহরুখ।