অনেকদিন থেকেই তাঁদের বিবাহবিচ্ছেদের খবর শোনা যাচ্ছে। তাঁরা অর্থাৎ, ফিল্মি ‘বচ্চন’ পরিবারের পুত্র অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। ঐশ্বর্য নাকি কন্যা আরাধ্যাকে নিয়ে অনেকদিন আগেই বচ্চন পরিবার ত্যাগ করে মা বৃন্দা রাইয়ের সঙ্গে থাকছেন। সম্প্রতি আম্বানিদের বিয়েতেও বচ্চন পরিবারের সঙ্গে যাননি ঐশ্বর্য। কন্যাকে নিয়ে আলাদা যেতে দেখা গিয়েছে তাঁকে। পাপারাৎজ়িদের ক্যামেরাতেও ধরা পরেছেন বচ্চনদের থেকে আলাদা হয়ে। যদিও অনেক পরে অভিষেককে বসতে দেখা গিয়েছে ঐশ্বর্যর পাশে। সেই ফুটেজও ছড়িয়েছে। কী যে ঘটছে, তা কেবল তাঁরাই জানেন।
এমন পরিস্থিতিতে এক ডিভোর্সের পোস্টে ‘লাইক’ দিয়েছেন অভিষেক। এক সাংবাদিকের পোস্ট সেটি। পোস্টে তিনি ডিভোর্স নিয়ে অনেক কিছুই লিখেছেন। সেই পোস্টে অভিষেকের ‘লাইক’ দেখে তাঁর ও ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদের রটনাকে অনেকে সত্যি হিসেবেই ধরে নিয়েছেন।
পোস্টে কী লিখেছিলেন সেই সাংবাদিক?
তাতে লেখা ছিল, “ডিভোর্স কারও জন্যই সহজ হয় না। সঙ্গীর সঙ্গে কে ভাল জীবন কাটাতে চান না। জীবন সম্পর্কে আমরা যা পরিকল্পনা করি, তা কি সবসময় বাস্তবায়িত হয়?”
২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বর্য রাই বচ্চন। সেই সেলিব্রিটি বিয়ের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। বাগদান থেকে শুরু করে রিসেপশন–সব অনুষ্ঠানের ছবি টানটান উত্তেজনা সৃষ্টি করেছিল ভক্তদের মধ্যে।