Shocking: ‘এই জুলাইতেই আমি আর ঐশ্বর্যা…’, বিচ্ছেদের খবরে মান্যতা অভিষেকের?

বিগত বেশ কিছু মাস ধরেই বলিপাড়ায় খবর সম্পর্ক নাকি ভাঙছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের। এও শোনা যাচ্ছে এই মুহূর্তে মায়ের কাছেই আছেন বিশ্বসুন্দরী, সঙ্গে রয়েছেন তাঁর মেয়ে আরাধ্যা। এ সব নিয়েই যখন আলোচনা তুঙ্গে তখন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।

Shocking: এই জুলাইতেই আমি আর ঐশ্বর্যা..., বিচ্ছেদের খবরে মান্যতা অভিষেকের?
বিচ্ছেদের খবরে মান্যতা অভিষেকের?

Aug 10, 2024 | 8:50 PM

বিগত বেশ কিছু মাস ধরেই বলিপাড়ায় খবর সম্পর্ক নাকি ভাঙছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের। এও শোনা যাচ্ছে এই মুহূর্তে মায়ের কাছেই আছেন বিশ্বসুন্দরী, সঙ্গে রয়েছেন তাঁর মেয়ে আরাধ্যা। এ সব নিয়েই যখন আলোচনা তুঙ্গে তখন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যে ভিডিয়োতে দেখা যাচ্ছে অভিষেক বচ্চন স্বীকার করেই নিয়েছেন, এই জুলাই মাসে নাকি তাঁর বিচ্ছেদ হয়েছে। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার ঐশ্বর্যার ডিভোর্স হয়েছে।’ এ নিয়ে যখন চারিদিক সরগরম তখনই প্রকাশ পেল সত্য! যা জানতে পেতে রীতিমতো আঁতকে উঠবেন আপনি। ভাববেন, “এমনটাও সম্ভব? বিচ্ছেদের খবরে মান্যতা অভিষেকের?”

যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে তা আদপে ডিপ ফেক! এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অভিষেকের ওই ভিডিয়ো তৈরি করা হয়েছে। হুবহু তাঁর গলা বসিয়ে, তাঁর ছবি ব্যবহার করে এমনভাবে ওই ভিডিয়ো তৈরি করা হয়েছে যে এক ঝলক দেখলে আপনি সত্যিই বিশ্বাস করবেন যে অভিষেকই তা বলছে।

ডিজিটাল দুনিয়ায় ডিপফেক নতুন কিছু নয়। কিছু দিন আগেই রশ্মিকা মন্দানাও একই ঘটনার স্বীকার হয়েছিলেন। অভিযুক্ত ধরাও পড়েছিলেন। তবে এ ক্ষেত্রে এখনও অভিযোগ দায়ের হয়নি। যদিও ভক্তদের রাগ কমছেই না। প্রসঙ্গত, অভিষেক ও ঐশ্বর্যার সম্পর্ক এখন কোন খাতে বইছে তা নিয়ে নীরব দু’জনেই। তবে শোনা যাচ্ছে বিচ্ছেদের খবর ভুয়ো হলেও অশান্তির কালো মেঘ কিন্তু পিছু ছাড়ছে না।