Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ড্রিম গার্ল’-এর পর ফের জুটি বাঁধছেন ‘হাতোড়া ত্যাগী’ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নুসরত বারুচা

পাঁচটা ছবি নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে বলে জানিয়েছে ধর্মা প্রোডাকশন। এদের মধ্যে একটি ‘আজীব দাস্তান’। এই ছবিতে বহু বছর পর জুটি বাঁধছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নুসরত বারুচা।

‘ড্রিম গার্ল’-এর পর ফের জুটি বাঁধছেন ‘হাতোড়া ত্যাগী’ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নুসরত বারুচা
'আজীব দাস্তান'-এর একটি দৃশ্য
Follow Us:
| Updated on: Mar 06, 2021 | 1:35 PM

ফের জুটি বাঁধছেন ‘হাতোড়া ত্যাগী’ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নুসরত বারুচা। ছবির নাম ‘আজীব দাস্তান’। প্রযোজনায় করণ জোহরের ‘ধর্মা প্রোডাকশন’। এই প্রথম রোম্যান্টিক চরিত্রে অভিনয় করছেন ‘হাতোড়া ত্যাগী’।

চারটে গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘আজীব দাস্তান’। চার জন পরিচালক, শশাঙ্ক খৈতান, রাজ মেহতা,নীরজ ঘাওন এবং কায়োজি ইরানি। মূলত সম্পর্কের ওঠা-নামা এবং জটিলতা নিয়েই চারটে গল্প। চারটে গল্পের একটিতে জুটি বাঁধছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নুসরত বারুচা। তবে কোন পরিচালকের গল্পে ওঁরা জুটি বাঁধছেন তা এখনও জানা যায়নি।

পরিচালক রাজ শান্ডিল্যর ‘ড্রিম গার্ল’-এ জুটি বেঁধেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নুসরত বারুচা। ওঁদের জুটি যথেষ্ট প্রশংসিত হয়েছিল। এমনকী ছবিটিও বক্স অফিসে এবং সমালোচকদের কাছে সমাদৃত হয়েছিল। ‘ড্রিম গার্ল’-এর পর ফের ওঁরা একসঙ্গে। স্বাভাবিকভাবেই অভিষেক এবং নুসরতের ফ্যানরা খুবই উত্তেজিত।

করণ জোহর জানিয়েছেন খুব শীঘ্রই ‘আজীব দাস্তান’ নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে। ‘আজীব দাস্তান’ ছাড়া আরও চারটে ছবি নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে বলে জানিয়েছে ধর্মা প্রোডাকশন।

আরও পড়ুন :রাখি সাওয়ান্তের বায়োপিক নিয়ে ছবি বানাতে চান জাভেদ আখতার

অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন খুবই ব্যস্ত। তিনি এই মুহূর্তে অরুণাচল প্রদেশে ‘ভেড়িয়া’-র শুটিংয়ে ব্যস্ত। অভিষেকের ‘রেশমি রকেট’, ‘হেলমেট’ মুক্তির অপেক্ষায়। সম্প্রতি বাংলা ছবি ‘আবার বছর কুড়ি’তে অভিনয়ের কথা ছিল অভিষেকের। কিন্তু ‘ডেট-প্রবলেম’ থাকায় ছবিটি উনি করছেন না।