AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে ৭ বছর খেটেছেন জেল, তারপরই বলিউড থেকে বেপাত্তা, সেই নায়ক এখন কোথায় জানেন?

ফিল্মি কেরিয়ার একেবারেই উর্ধ্বমুখী। কিন্তু হঠাৎই এমন এক ঘটনা নায়কের সঙ্গে ঘটে গেল, যা দেখে থমকে গিয়েছিল গোটা ইন্ডাস্ট্রি। কেউ ভাবতেই পারেননি অভিনেতা এমনটি করতে পারেন।

পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে ৭ বছর খেটেছেন জেল, তারপরই বলিউড থেকে বেপাত্তা, সেই নায়ক এখন কোথায় জানেন?
Image Credit: Representational Image
| Updated on: Apr 17, 2025 | 2:49 PM
Share

দেখতে হ্য়ান্ডসাম। একেবারে চকোলেট বয়। মডেলিং থেকে সোজা বলিউড। প্রথম ছবিতেই নজর কাড়েন। তারপর একে একে বলিউডের হিট ছবির নায়ক। ফিল্মি কেরিয়ার একেবারেই উর্ধ্বমুখী। কিন্তু হঠাৎই এমন এক ঘটনা নায়কের সঙ্গে ঘটে গেল, যা দেখে থমকে গিয়েছিল গোটা ইন্ডাস্ট্রি। কেউ ভাবতেই পারেননি অভিনেতা এমনটি করতে পারেন। কথা হচ্ছে, সাইনি আহুজার। যার বলিউড জার্নি শুরু ২০০৩ সালে সুধির মিশ্রর হাজারো খোয়াইশে অ্য়ায়সি ছবি থেকে। এরপর গ্য়াংস্টার, লাইফ ইন আ মেট্রো, ওহ লমহে, ভুল ভুলাইয়া, পর পর বলিউড ছবিতে নিজের অভিনয়ের ছাপ ফেলেছিলেন সাইনি। কিন্তু ২০০৯ সালে এমন এক ঘটনা ঘটে যায়, যার ফলে সাইনির জীবন একেবারে তছনছ হয়ে যায়। ৭ বছর জেলও খাটতে হয়েছিল তাঁকে। এরপরই বলিউড থেকে একেবারে বেপাত্তা হয়ে যান সাইনি।

২০০৯ সালের ঘটনা। অভিনেতার বিরুদ্ধে তাঁর ১৯ বছর বয়সি পরিচারিকা এক বিস্ফোরক অভিযোগ আনেন। পরিচারিকার অভিযোগ অনুযায়ী, সাইনি তাঁকে ধর্ষণ করেছেন দিনের পর দিন। এই বছরই জুন মাসে সাইনিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় আর্থার রোড জেলে। অক্টোবর মাসে জামিন পান সাইনি। তারপর মামলা এগোলে ২০১১ সালে পরিচারিকার অভিযোগের ভিত্তিতেই মুম্বই কোর্ট অভিনেতাকে সাত বছরের জেলের সাজা দেয়। সাত বছর পর হাই কোর্টে জামিনের আবেদন করলে, অন্তবর্তীকালীন জামিন পান নায়ক।

তবে আইনি বিপাক কেটে গেলেও, বলিউডে সাইনির ভাবমূর্তি এতটাই নষ্ট হয়ে যায় যে, পরিচালক ও প্রযোজকরা তাঁকে আর ছবিতে নিতে চাইতেন না। এরপরই কঠোর সিদ্ধান্ত নেন অভিনেতা।সম্প্রতি এক রিপোর্টে জানা যায়, সাইনি আহুজা এখন রয়েছেন ফিলিপিন্সে। তারকা সুলভ জীবন ছেড়ে, তিনি সাধারণ জীবনযাপন করছেন। সূত্রের খবর, সাইনি নাকি আর সিনেমায় আসতে চান না। বরং মুম্বই থেকে দূরে তিনি ভালই রয়েছেন। ২০১৫ সালে ওয়েলকাম ব্যাক ছবিতে শেষ দেখা গিয়েছিল সাইনিকে।