AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সলমনের হাতে ধারালো অস্ত্র, শত্রু নিধনে রাস্তায় ছুটছেন ভাইজান! সে এক ভয়ঙ্কর দৃশ্য

তিনি দাবাং খান। বলিউডের ভাইজান। তবে রেগে গেলে, কাউকে মাফ করেন না। শত্রুরা তো তাঁকে নিয়ে সদা তটস্থ। তাই তো বিষ্ণোই গ্যাং থেকে বার বার প্রাণনাশের হুমকি পেয়েও, সলমনকে দমানো যায়নি।

সলমনের হাতে ধারালো অস্ত্র, শত্রু নিধনে রাস্তায় ছুটছেন ভাইজান! সে এক ভয়ঙ্কর দৃশ্য
Image Credit: Film Stills
| Updated on: Feb 27, 2025 | 5:31 PM
Share

তিনি দাবাং খান। বলিউডের ভাইজান। তবে রেগে গেলে, কাউকে মাফ করেন না। শত্রুরা তো তাঁকে নিয়ে সদা তটস্থ। তাই তো বিষ্ণোই গ্যাং থেকে বার বার প্রাণনাশের হুমকি পেয়েও, সলমনকে দমানো যায়নি। কড়া নিরাপত্তার মোড়কে নিজেকে রেখেই নতুন ছবি সিকন্দর-এর শুটিং করছেন সলমন। আর বাস্তবে যতটাই ডাকাবুকো তিনি, পর্দাতেও এবার সেই অবতারেই ধরা দিলেন বলিউডের টাইগার। তবে এবার তাঁর গর্জন সিকন্দর হয়েই!

ব্য়াপারটা হল, বুধবার মুক্তি পেল সলমনের নতুন ছবি সিকন্দর-এর টিজার। আর প্রথম টিজারেই সলমন দেখিয়ে দিলেন তাঁর রণং দেহী রূপ। হাতে ধারালো অস্ত্র নিয়েই শত্রু নিধনে মাঠে নামলেন সলমন। ইনসাফ নয়, সব সাফ করতে এসেছি! গর্জন তুললেন বলিউডের ভাইজান।

টিজার দেখে সলমন অনুরাগীরা বললেন, সিকন্দর ছবির মধ্য়ে দিয়ে সলমন আসলে লরেন্স বিষ্ণোই গ্য়াংকেই জবাব দিতে চেয়েছেন। তিনি বুঝে দিয়েছেন, এসব প্রাণনাশের হুমকিকে তিনি ফুৎকারে উড়িয়ে দেন।

সলমনের ‘সিকন্দর’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। মনে করা হচ্ছে, এই ছবির ভিলেন তিনিই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেট্টিকে। সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি এ ছবির প্রযোজনাতেও অংশীদার তিনি। এই ছবিতে সলমনের বিপরীতে রয়েছেন রশ্মিকা মান্দানা।