
সলমন খান
বলিউডের অন্যতম সুপারস্টার সলমন খান। সেলিম খান পুত্র বলিউডে পা রেখেছিলেন ‘বিবি হো তো অ্যায়সি’ ছবির দিয়ে। তবে ‘ম্যায় নে পেয়ার কিয়া’ ছবি রাতারাতি তাঁকে স্টার তৈরি করেছিল। তারপর আর থামতে হয়নি বলিউডের ‘টাইগার’কে। একের পর এক ছবি হিট। সম্প্রতি স্পাই ইউনিভার্সে নাম লিখিয়েছেন বলিউড ভাইজান। জীবনে সম্পর্কের হাতছানি ছিল বহু, যদিও খবরের শিরোনামে আজও তরতাজা তাঁর ও ঐশ্বর্য রাইয়ের প্রেম কাহিনি। যদিও আজও তিনি বলিউডের ‘এলিজেবল ব্যাচেলর’ হয়েই রয়ে গিয়েছেন। আজও দর্শক অপেক্ষায়: কবে বসবেন তিনি বিয়ের পিঁড়িতে। পর্দায় অভিনয়ের পাশাপাশি সঞ্চালনাতেও নজর কেড়েছেন তিনি। বর্তমানে এক রিয়্যালিটি শোয়ের সঞ্চালক সলমনের পারিশ্রমিকও নেহাতই কম নয়। ২০২৩ সাল পর্যন্ত তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৮৫০ কোটি।
Income Tax Return: সবচেয়ে বেশি ট্যাক্স দিয়েছেন কারা? সেরা দশে বিরাট থেকে বাদশা…
Top 10 Highest Tax Payer: ইনকাম ট্যাক্স রিটার্ন। দেশের আর দশটা মানুষের মতো সেলিব্রিটিরাও ইনকাম ট্যাক্স ফাইল করে থাকেন। এই তালিকায় অনেকেরই আগ্রহ থাকে। ভারতে বার্ষিক আয়ের দিক থেকে রুপোলী পর্দার তারকারা যেমন রয়েছেন, তেমনই পাল্লা দিয়ে থাকেন ক্রিকেটাররাও। ট্যাক্স জমা দেওয়ার ক্ষেত্রেও তালিকায় শীর্ষসারিতে নাম থাকে ক্রিকেটারদের। এ বছর সবচেয়ে বেশি ট্যাক্স কে দিয়েছেন? দেখে নিন সেরা দশে কারা রয়েছেন...।
- TV9 Bangla
- Updated on: Dec 17, 2024
- 2:00 pm