AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Income Tax Return: সবচেয়ে বেশি ট্যাক্স দিয়েছেন কারা? সেরা দশে বিরাট থেকে বাদশা…

Top 10 Highest Tax Payer: ইনকাম ট্যাক্স রিটার্ন। দেশের আর দশটা মানুষের মতো সেলিব্রিটিরাও ইনকাম ট্যাক্স ফাইল করে থাকেন। এই তালিকায় অনেকেরই আগ্রহ থাকে। ভারতে বার্ষিক আয়ের দিক থেকে রুপোলী পর্দার তারকারা যেমন রয়েছেন, তেমনই পাল্লা দিয়ে থাকেন ক্রিকেটাররাও। ট্যাক্স জমা দেওয়ার ক্ষেত্রেও তালিকায় শীর্ষসারিতে নাম থাকে ক্রিকেটারদের। এ বছর সবচেয়ে বেশি ট্যাক্স কে দিয়েছেন? দেখে নিন সেরা দশে কারা রয়েছেন...।

| Updated on: Dec 17, 2024 | 2:00 PM
Share
সেলিব্রিটিদের মধ্যে এ বছর সবচেয়ে বেশি ৯২ কোটি টাকা ট্যাক্স দিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। ২০২৩-২৪ অর্থবর্ষের এই তালিকা প্রকাশ করেছিল ফিউচার ইন্ডিয়া। ছবি : X

সেলিব্রিটিদের মধ্যে এ বছর সবচেয়ে বেশি ৯২ কোটি টাকা ট্যাক্স দিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। ২০২৩-২৪ অর্থবর্ষের এই তালিকা প্রকাশ করেছিল ফিউচার ইন্ডিয়া। ছবি : X

1 / 9
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তামিল সুপারস্টার বিজয়। যিনি সিনেমাজগতে থালাপতি বিজয় নামেই জনপ্রিয়। বিজয় এ বছর ট্যাক্স দিয়েছেন ৮০ কোটি টাকা। ছবি : X

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তামিল সুপারস্টার বিজয়। যিনি সিনেমাজগতে থালাপতি বিজয় নামেই জনপ্রিয়। বিজয় এ বছর ট্যাক্স দিয়েছেন ৮০ কোটি টাকা। ছবি : X

2 / 9
তিনে রয়েছেন বলিউড তারকা সলমন খান। তাঁর জমা করা ট্যাক্সের পরিমাণ ৭৫ কোটি টাকা। ছবি : X

তিনে রয়েছেন বলিউড তারকা সলমন খান। তাঁর জমা করা ট্যাক্সের পরিমাণ ৭৫ কোটি টাকা। ছবি : X

3 / 9
এর পরও তালিকায় বলিউড তারকাই। চতুর্থ স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তিনি ৭১ কোটি টাকা ট্যাক্স জমা করেছেন। ছবি : X

এর পরও তালিকায় বলিউড তারকাই। চতুর্থ স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তিনি ৭১ কোটি টাকা ট্যাক্স জমা করেছেন। ছবি : X

4 / 9
তালিকায় পঞ্চম স্থানে কিং কোহলি। ক্রিকেট, ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে বার্ষিক প্রচুর উপার্জন বিরাটের। এ বছর ৬৬ কোটি টাকা ট্য়াক্স দিয়েছেন ভারতের অন্যতম সেরা ব্যাটার। ছবি : PTI

তালিকায় পঞ্চম স্থানে কিং কোহলি। ক্রিকেট, ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে বার্ষিক প্রচুর উপার্জন বিরাটের। এ বছর ৬৬ কোটি টাকা ট্য়াক্স দিয়েছেন ভারতের অন্যতম সেরা ব্যাটার। ছবি : PTI

5 / 9
ষষ্ঠস্থানে বলিউড তারকা অজয় দেবগন। তাঁর জমা করা ট্যাক্সের অঙ্কের পরিমাণ ৪২ কোটি টাকা। ছবি : X

ষষ্ঠস্থানে বলিউড তারকা অজয় দেবগন। তাঁর জমা করা ট্যাক্সের অঙ্কের পরিমাণ ৪২ কোটি টাকা। ছবি : X

6 / 9
থালা ফর আ রিজন! মহেন্দ্র সিং ধোনির জার্সি নম্বর নিয়ে এমন নানা মিম তৈরি হয়। মজার বিষয়, এক্ষেত্রেও জার্সি নম্বর মিলে যাচ্ছে। এ বছর সেলিব্রিটি ট্যাক্সদাতার তালিকায় সপ্তম স্থানে রয়েছেন ধোনি। তিনি ৩৮ কোটি টাকা ট্যাক্স দিয়েছেন। ছবি : PTI

থালা ফর আ রিজন! মহেন্দ্র সিং ধোনির জার্সি নম্বর নিয়ে এমন নানা মিম তৈরি হয়। মজার বিষয়, এক্ষেত্রেও জার্সি নম্বর মিলে যাচ্ছে। এ বছর সেলিব্রিটি ট্যাক্সদাতার তালিকায় সপ্তম স্থানে রয়েছেন ধোনি। তিনি ৩৮ কোটি টাকা ট্যাক্স দিয়েছেন। ছবি : PTI

7 / 9
মহেন্দ্র সিং ধোনির পর তালিকায় অষ্টম স্থানে রয়েছেন বলিউড তারকা রনবীর কাপুর। তিনি ৩৬ কোটি টাকা ট্যাক্স দিয়েছেন। ছবি : X

মহেন্দ্র সিং ধোনির পর তালিকায় অষ্টম স্থানে রয়েছেন বলিউড তারকা রনবীর কাপুর। তিনি ৩৬ কোটি টাকা ট্যাক্স দিয়েছেন। ছবি : X

8 / 9
তালিকায় নবম ও দশম স্থানে রয়েছেন যথাক্রমে মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকর ও বলিউড তারকা হৃত্বিক রোশন। দু-জনেরই ট্যাক্সের পরিমাণ ২৮ কোটি টাকা। ছবি : X

তালিকায় নবম ও দশম স্থানে রয়েছেন যথাক্রমে মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকর ও বলিউড তারকা হৃত্বিক রোশন। দু-জনেরই ট্যাক্সের পরিমাণ ২৮ কোটি টাকা। ছবি : X

9 / 9