AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman Khan Death Threat: ফের সলমনকে খুনের হুমকি! এই দাবি পূরণ না করলেই পরিণতি হবে মর্মান্তিক…

Salman Khan: সলমন খানের প্রাণনাশের শঙ্কা বেড়েই চলেছে। ফের একবার খুনের হুমকি পেলেন বলিউডের ভাইজান। মুম্বই পুলিশের কাছে অজ্ঞাত মেসেজ এসেছে, যেখানে সলমনকে খুন করা হবে বলেই হুমকি দেওয়া হয়েছে।

Salman Khan Death Threat: ফের সলমনকে খুনের হুমকি! এই দাবি পূরণ না করলেই পরিণতি হবে মর্মান্তিক...
সলমন খান।Image Credit: PTI
| Updated on: Oct 30, 2024 | 10:02 AM
Share

মুম্বই: আবার খুনের হুমকি। সলমন খানের প্রাণনাশের শঙ্কা বেড়েই চলেছে। একের পর এক হুমকি আসছে। ফের একবার খুনের হুমকি পেলেন বলিউডের ভাইজান। মুম্বই পুলিশের কাছে অজ্ঞাত মেসেজ এসেছে যেখানে বলা হয়েছে, ২ কোটি টাকা না দিলে খুন করা হবে সলমন খান (Salman Khan)কে।

জানা গিয়েছে, আজ, বুধবার মুম্বই ট্রাফিক কন্ট্রোল রুমে উড়ো মেসেজ আসে যে বলিউড অভিনেতা সলমন খানকে খুনের পরিকল্পনা করা হয়েছে। অবিলম্বে ২ কোটি টাকা না দিলে মর্মান্তিক পরিণতি হবে সলমনের। এই হুমকি মেসেজ পাওয়ার পরই সঙ্গে সঙ্গে তৎপর হয় পুলিশ। ইতিমধ্যেই খুনের হুমকি ও তোলাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে। কে এই হুমকি দিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

প্রসঙ্গত, সম্প্রতিই একের পর এক খুনের হুমকি পাচ্ছেন সলমন। এর আগে নয়ডা থেকে বছর কুড়ির এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ওই যুবক সলমন খান ও সদ্য প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকে খুনের হুমকি দিয়েছিল। তার আগে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে শেখ হুসেন শেখ মৌসিন নামক (২৪) এক সবজি বিক্রেতাকেও গ্রেফতার করেছে পুলিশ। মুম্বই পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে ওই সবজি বিক্রেতা সলমন খানকে খুনের হমকি দিয়ে ৫ কোটি টাকা দাবি করেছিল। এই হুমকিও ভুয়ো হুমকি কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

তবে সলমন খানের সত্যিই প্রাণনাশের শঙ্কা রয়েছে, কারণ তাঁকে হত্যা করতে উঠে পড়ে লেগেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। ১৯৯৯ সালে হাম সাথ সাথ হ্যায় সিনেমার শুটিংয়ে কৃষ্ণসার মৃগ ও চিঙ্কারা হরিণ শিকার করেছিল সলমন। তারপর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমন। চলতি মাসেই সলমন ঘনিষ্ঠ মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে প্রকাশ্য রাস্তায় খুন করা হয়। সলমনের সঙ্গে বন্ধুত্বের মাশুল দিতে হয়েছে বাবা সিদ্দিকিকে, খুনের দায় স্বীকার করে এমনটাই বলেছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং।