1998 Blackbuck Poaching Case: কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বড় পদক্ষেপ রাজস্থান সরকারের, ফের বিপাকে সইফ-তাব্বুরা? কী হবে সলমনের?
1998 Blackbuck Poaching Case: ১৯৯৮ সালের অক্টোবরে যোধপুরের কাছে মাথানিয়া গ্রামে 'হাম সাথ সাথ হ্যায়' সিনেমার শুটিং চলছিল। সেই সময় দুটি কৃষ্ণসার হরিণকে হত্যার অভিযোগ উঠে বলিউড তারকা সলমন খানের বিরুদ্ধে। সেইসময় তাঁর সঙ্গে ছিলেন এই চার বলিউড তারকাও।

জয়পুর: ২৭ বছর আগের ঘটনা। ১৯৯৮ সালের সেই কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় ফের কি বিপাকে পড়তে চলেছেন সইফ আলি খান-সহ চার বলিউড তারকা? কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সইফ আলি খান, তাব্বু, সোনালি বেন্দ্রে এবং নীলমের বেকসুর খালাস পাওয়ার বিরোধিতা করে রাজস্থান হাইকোর্টে আবেদন জানাল সেরাজ্যের সরকার।
১৯৯৮ সালের অক্টোবরে যোধপুরের কাছে মাথানিয়া গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলছিল। সেই সময় দুটি কৃষ্ণসার হরিণকে হত্যার অভিযোগ উঠে বলিউড তারকা সলমন খানের বিরুদ্ধে। সেইসময় তাঁর সঙ্গে ছিলেন এই চার বলিউড তারকাও। কৃষ্ণসার হরিণ হত্যা নিয়ে শোরগোল পড়ে। সলমনদের বিরুদ্ধে মামলা করে বিষ্ণোই সম্প্রদায়।
২০১৮ সালে যোধপুরের দায়রা আদালত প্রধান অভিযুক্ত সলমনকে দোষীসাব্যস্ত করেন। তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে এই মামলায় বেকসুর খালাস পান সইফ-তাব্বুরা। কয়েকদিন পর সলমনও জামিন পেয়ে যান। তবে বিষ্ণোই গ্যাং এখনও সলমনকে তাড়া করে বেড়ায়। একাধিকবার বলিউডের ভাইজানের উপর প্রাণঘাতী হামলার চেষ্টা করেছে।
এবার সইফ-তাব্বুদের বেকসুর খালাসের রায়কে চ্যালেঞ্জ করে রাজস্থান সরকার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। যেহেতু, সলমন বেকসুর খালাস পাননি, তাই আবেদনে তাঁর নাম রাখেনি রাজস্থান সরকার। গত ১৬ মে বিচারপতি মনোজ কুমার গর্গের বেঞ্চে সেই আবেদনের শুনানি হয়। সেই মামলার শুনানিতে বিচারপতি নির্দেশ দেন, সলমন খানের বিচারাধীন একটি ফৌজদারি আবেদনের সঙ্গে রাজ্য সরকারের এই আবেদন জুড়ে আগামী ২৮ জুলাই শুনানি হবে।

