কেটে ফেললেন জোড়া ভুরু, ‘বালিকা বধূ’ অভিকা গোরকে চেনাই দায়…

Sneha Sengupta |

Jan 29, 2024 | 7:05 PM

Avika Gor: এই মুহূর্তে দক্ষিণ ভারতে জমিয়ে অভিনয় করছেন অভিকা গোর। নাগার্জুনার মতো তারকার সঙ্গে কাজ করে ফেলেছেন তিনি। তিনিই ভারতীয় সিরিয়াল দুনিয়ায় পরিচিত আনন্দি নামে। যে আনন্দিকে 'বালিকা বধূ' দেখা যায় অনেকগুলো বছর আগে। তাঁর সিগনেচার ছিল জোড়া ভুরু।

কেটে ফেললেন জোড়া ভুরু, বালিকা বধূ অভিকা গোরকে চেনাই দায়...
অভিকা গোর।

Follow Us

হিন্দি সিরিয়াল ‘বালিকা বধূ’তে অভিনয় করেছিলেন অভিকা গোর। নাবালিকা আনন্দির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আনন্দির কিশোরী বয়সের চরিত্রে দেখা যায় তাঁকে। জোড়া ভুরু, দু’দিকে বিনুনি, মাথায় আঁচল তুলে বাল্য বয়সে বিয়ে হয় চরিত্রটার। রাতারাতি আনন্দি হওয়া ওঠে দর্শকের বাড়ির মেয়ে। কেবল হিন্দিভাষীদের মধ্যে নয়, ‘বালিকা বধূ’ ভাল লাগে সিরিয়াল প্রিয় বাঙালিরও। সেই অভিকা এখন অনেকটাই বড় হয়েছে।

তাঁকে এখন চেনাই যায় না। পুরোপুরি ভোল পাল্টে গিয়েছে অভিকার। কিশোরী আনন্দির সেই সারল্যের জায়গায় সুন্দরী তন্বীর রূপ নিয়েছেন অভিকা। আর তাঁর জোড়া ভুরু?

নেই। সম্প্রতি সামাজিক মাধ্যমের পাতায় একটি ছবি শেয়ার করেছেন অভিকা। তাতে তাঁর মুখে দেখে চেনার উপায় নেই। তাঁর সিগনেচার জোড়া ভুরুটাও হাওয়া। নেটিজ়েনদের একটি বড় অংশ তা নিয়ে নানা কথাও বলেছেন অভিকাকে। একজন লিখেছেন, “কী ব্যাপার অভিকা, জোড়া ভুরু গায়েব?”

Next Article