হিন্দি সিরিয়াল ‘বালিকা বধূ’তে অভিনয় করেছিলেন অভিকা গোর। নাবালিকা আনন্দির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আনন্দির কিশোরী বয়সের চরিত্রে দেখা যায় তাঁকে। জোড়া ভুরু, দু’দিকে বিনুনি, মাথায় আঁচল তুলে বাল্য বয়সে বিয়ে হয় চরিত্রটার। রাতারাতি আনন্দি হওয়া ওঠে দর্শকের বাড়ির মেয়ে। কেবল হিন্দিভাষীদের মধ্যে নয়, ‘বালিকা বধূ’ ভাল লাগে সিরিয়াল প্রিয় বাঙালিরও। সেই অভিকা এখন অনেকটাই বড় হয়েছে।
#1920 releases in Hindi, Telugu & Tamil.
Team is in Hyderabad & we have our most loved @iamnagarjuna as chief guest for the press meet – our lovely telugu audience will get to hear from the best!
Sir, you have been there for me for all my first’s thank you so much! pic.twitter.com/eu3OGxOgSK— Avika Gor (@avika_n_joy) June 15, 2023
তাঁকে এখন চেনাই যায় না। পুরোপুরি ভোল পাল্টে গিয়েছে অভিকার। কিশোরী আনন্দির সেই সারল্যের জায়গায় সুন্দরী তন্বীর রূপ নিয়েছেন অভিকা। আর তাঁর জোড়া ভুরু?
#NewProfilePic pic.twitter.com/mVvFRCic0K
— Avika Gor (@avika_n_joy) May 2, 2020
নেই। সম্প্রতি সামাজিক মাধ্যমের পাতায় একটি ছবি শেয়ার করেছেন অভিকা। তাতে তাঁর মুখে দেখে চেনার উপায় নেই। তাঁর সিগনেচার জোড়া ভুরুটাও হাওয়া। নেটিজ়েনদের একটি বড় অংশ তা নিয়ে নানা কথাও বলেছেন অভিকাকে। একজন লিখেছেন, “কী ব্যাপার অভিকা, জোড়া ভুরু গায়েব?”