ফের মা হলেন ইলিয়ানা ডিক্রুজ, কী নাম দ্বিতীয় সন্তানের?

গত ১৯ জুন অভিনেত্রীর কোলজুড়ে এল দ্বিতীয় পুত্র। সোশাল মিডিয়ায় দ্বিতীয়পুত্রের নাম জানিয়ে, পরিবারের নতুন সদস্যের সঙ্গে পরিচয় করালেন ইলিয়ানা।

ফের মা হলেন ইলিয়ানা ডিক্রুজ, কী নাম দ্বিতীয় সন্তানের?

|

Jun 28, 2025 | 3:18 PM

ফের মা হলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। গত ১৯ জুন অভিনেত্রীর কোলজুড়ে এল দ্বিতীয় পুত্র। সোশাল মিডিয়ায় দ্বিতীয়পুত্রের নাম জানিয়ে, পরিবারের নতুন সদস্যের সঙ্গে পরিচয় করালেন ইলিয়ানা। বরফি খ্য়াত অভিনেত্রী লিখলেন, ‘কিয়েনু রেফ ডোনালের সঙ্গে পরিচয় করুন সবাই’।

ইলিয়ানা পরিবারের নতুন সদস্যের ছবিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, একরত্তির পরনে টুপি ও গরম পোশাক। চুপটি করে শুয়ে আছে। সোশাল মিডিয়ায় ইলিয়ানা ও তাঁর স্বামী ডোনাল জানিয়েছেন, পরিবারে নতুন সদস্যের আগমণে তাঁরা ভীষণ খুশি। ঈশ্বরকে ধন্যবাদও জানিয়েছেন দুজনে।

এর আগে ২০২৩ সালে প্রথম পুত্রসন্তানের মা হন ইলিয়ানা। বিয়ের আগে মা হওয়ায় নানা কটাক্ষও সহ্য করতে হয়েছিল ইলিয়ানাকে। তবে বিতর্কে ইতি টেনে মাইকেল ডোনালকে গোপনে বিয়ে সারেন ইলিয়ানা। দুই সন্তান নিয়ে ইলিয়ানার এখন সুখের সংসার।

ইলিয়ানাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, মালাইকা অরোরা, বিদ্য়া বালানের মতো বলিউড তারকারা। আপাতত, অভিনয় থেকে বিরতি নিয়ে সংসার সামলাবেন ইলিয়ানা তা আগেই স্পষ্ট করেছিলেন।