
অবন্তিকা মালিককে বিয়ে করেছিলেন বলিউডের অভিনেতা ইমরান খান। ভালবেসে বিয়ে করেছিলেন তাঁরা। সেই সময় ‘জানে তু ইয়া জানে না’ ছবিটি মুক্তি পেয়েছিল এবং তাতে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন ইমরান। সেই সময় তাঁর কাছে সব ছিল। জনপ্রিয়তা, খ্যাতি, পয়সা সব। কিন্তু আস্তে-আস্তে সেই খ্যাতির আলো কমতে থাকে। কাজও পেতে অসুবিধা হয় ইমরানের। সংসারের অর্থের অভাব দেখা দিতে থাকে। অবন্তিকার সঙ্গে তৈরি হয় তাঁর দূরত্ব। একটা সময় পর অবন্তিকা ইমরানের সংসার ছেড়ে বেরিয়ে যান। তাঁদের এক কন্যাসন্তান হয়। অবন্তিকা সেই কন্যা সন্তানকে নিয়েই ইমরানের সংসার ছেড়েছিলেন। ঘটনাচক্র তাঁদের ডিভোর্স হয়ে গিয়েছে। কিন্তু ইমরান একা নেই। অবন্তিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি নতুন করে প্রেমে পড়েছেন লেখা ওয়াশিংটনের। তাঁর সঙ্গে যত্রতত্র দেখা যায় ইমরানকে। এই প্রথম তাঁর লেখার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ইমরান। প্রকাশ করেছেন ক্ষোভ।
২০১৯ সালে অবন্তিকা মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে ইমরান খানের। আইনিভাবে ছাড়াছাড়ি হয়ে গিয়েছেন তাঁদের। ইমরানের কানে আসে লেখাকে নাকি সেই বিয়ে ভাঙার জন্য দায়ী করা হয়েছিল। বিষয়টি নিয়ে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন ইমরান। খুবই বিরক্ত তিনি। অবশেষে মুখ খুলেছেন অভিনেতা।
ইমরানের স্পষ্ট বক্তব্য, “আমার প্রেমিকা লেখা আমার এবং অবন্তিকার সংসার ভাঙেনি। ফলে তাঁকে ‘ঘরভাঙানি’ বলা বন্ধ করুন। ২০২০ সালে লকডাউনের সময় থেকে আমরা একে-অপরের বন্ধু হয়ে উঠি। তারপর আমাদের প্রেম হয়। অবন্তিকার সঙ্গে বিয়ে ভাঙার অনেক পরে লেখা আমার জীবনে এসেছেন। ফলে তাঁকে আমার এবং অবন্তিকার বিয়ে ভাঙার জন্য একেবারেই দায়ী করবেন না আপনারা।”