টলিপাড়ায় ফের বিবাহবিচ্ছেদ? খবর ‘লিক’ হতেই মুখ খুললেন জয়জিৎ

Actor Joyjit Banerjee: বাবা মায়ের সম্পর্কের ভাঙন কি মেনে নিয়েছে তাঁদের ছেলে যশোজিৎ? অভিনেতা বলেন, "ছেলের ডিসিশন ছেলে কার সঙ্গে থাকবে। সে এখন প্রাপ্তবয়স্ক। আমাদের সঙ্গে আছে। মায়ের সঙ্গেও যোগাযোগ আছে। সে তার মায়ের কাছেও যায়। আমি ওকে একটাই জিনিস বলেছি, আমার এবং ওর মায়ের মধ্য়ে যাই হয়ে যাক না কেন ওই আমাদের একমাত্র সন্তান এবং আমরাই ওর বাবা মা সারাজীবন থাকব।"

টলিপাড়ায় ফের বিবাহবিচ্ছেদ? খবর লিক হতেই মুখ খুললেন জয়জিৎ
জয়জিৎ বন্দ্যোপাধ্যায়

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 04, 2026 | 9:16 PM

টলিপাড়ায় কান পাতলেই বহুদিন ধরেই শোনা যাচ্ছিল অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী শ্রেয়া বন্দ্যোপাধ্যায়ের বিচ্ছেদের গুঞ্জন। অবশেষে সামনে এল আসল সত্যি। বহুদিন স্ত্রীর সঙ্গে দেখা যাচ্ছিল না জয়জিৎকে। সোশ্য়াল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেতা। কিন্তু, দীর্ঘদিন ধরেই তাঁর কোনও পোস্টেই দেখা মিলছিল না তাঁর স্ত্রীর। অথচ কেন সম্পর্কে দূরত্ব আসার কথা স্বীকার করছিলেন না অভিনেতা? এবার মুখ খুললেন নিজেই।

গত ১২ ডিসেম্বর আইনিভাবে পথ আলাদা হয়েছে জয়জিৎ ও শ্রেয়ার। খবর লিক না হলে তা স্বীকার করতেন না বলে জানিয়েছেন অভিনেতা। ঠিক কী হয়েছিল? সম্পর্কের ভাঙনের সূত্রপাত কোথায়? টিভি9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “খবরটা বার হোক সেটা আমরা কেউই চাইনি।” তবে লিক হওয়ার পর অস্বীকার করেননি অভিনেতা। তিনি বলেন, “আমাদের মিউচুয়াল ডিভোর্স হয়ে গিয়েছে । একটা সম্পর্ক ঠিকভাবে এগোচ্ছিল না। তাই আমরা চেয়েছিলাম যাতে এটা শান্তিপূর্ণভাবে মিটে যায় এবং সেটা শান্তিপূর্ণভাবে হয়ে গিয়েছে ১২ ডিসেম্বর। কোর্ট রায়ও দিয়ে দিয়েছে।”

বাবা মায়ের সম্পর্কের ভাঙন কি মেনে নিয়েছে তাঁদের ছেলে যশোজিৎ? অভিনেতা বলেন, “ছেলের ডিসিশন ছেলে কার সঙ্গে থাকবে। সে এখন প্রাপ্তবয়স্ক। আমাদের সঙ্গে আছে। মায়ের সঙ্গেও যোগাযোগ আছে। সে তার মায়ের কাছেও যায়। আমি ওকে একটাই জিনিস বলেছি, আমার এবং ওর মায়ের মধ্য়ে যাই হয়ে যাক না কেন ওই আমাদের একমাত্র সন্তান এবং আমরাই ওর বাবা মা সারাজীবন থাকব। আমাদের দু’জনের প্রতিই ওর সমান দায়িত্ব, কর্তব্য় রয়েছে। আমাদের দু’জনকেই যেন ও সমান চোখে দেখে।”

ছেলের জন্য়ই ডিভোর্সের কথা প্রকাশ্য়ে আনতে চাননি জয়জিৎ। বাবা মায়ের বিচ্ছেদের আঁচ কলেজ পড়ুয়া ছেলের উপর পড়ুক, তা চাননি অভিনেতা। তাই এতদিন প্রকাশ্যে আনেননি বিবাহবিচ্ছেদের খবর। সম্পর্ক বিষাক্ত হওয়ার আগেই তা থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন তিনি। বর্তমানে ছেলেকে মানুষের মত মানুষ করে তোলাই অভিনেতার একমাত্র লক্ষ্য।