প্রয়াত ‘কাঁটা লাগা’ গার্ল শেফালি জরিওয়ালা, কী হয়েছিল অভিনেত্রীর?

সালটা ২০০২। সেই সময় রিমিক্স অ্য়ালবামের ঝড় চলছে বিনোদন জগতে। ঠিক এরই মাঝে কাঁটা লাগা গানের রিমিক্সে তুফান তুললেন ধূসর চোখের মেয়ে শেফালি জরিওয়ালা।

প্রয়াত কাঁটা লাগা গার্ল শেফালি জরিওয়ালা, কী হয়েছিল অভিনেত্রীর?

|

Jun 28, 2025 | 1:23 AM

প্রয়াত বলিউড অভিনেত্রী ও মডেল শেফালি জরিওয়ালা। তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ১১.২৫ মিনিটে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে আসা হলে, চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেত্রী। হাসপাতালে তাঁকে নিয়ে এসেছিলেন অভিনেত্রীর স্বামী পরাগ ত্য়াগী। শেফালির বয়স হয়েছিল ৪২। তবে অভিনেত্রীর পরিবারের তরফ থেকে এই নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সালটা ২০০২। সেই সময় রিমিক্স অ্যালবামের ঝড় চলছে বিনোদন জগতে। ঠিক এরই মাঝে কাঁটা লাগা গানের রিমিক্সে তুফান তুললেন ধূসর চোখের মেয়ে শেফালি জরিওয়ালা। ছিপছিপে শরীরে, তাঁর আদব-কায়দা পুরুষ হৃদয়ে উষ্ণতা ভরিয়ে দিয়েছিল। আর সুন্দরী শেফালি রাতারাতি স্পটলাইটে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সোজা বলিউডে এন্ট্রি। অক্ষয় কুমার ও সলমনের সঙ্গে করলেন মুঝসে শাদি করোগি ছবি। শুধু ছবি নয়, শেফালিও সুপারহিট। তারপর টুকটাক কয়েকটি হিন্দি ছবিতে দেখা গেলেও, শেফালি জনপ্রিয়তা পেলেন মূলত মিউজিক অ্যালবাম ও রিয়ালিটি শোয়ের অংশ হয়েই। বুগি উগি, নাচ বলিয়ে এবং বিগ বসে এসে নজর কাড়লেন তিনি।

২০০৪ সালে প্রথম বিয়ে হয় শেফালির। পাত্র পাঞ্জাবি গায়ক হরমিত সিং। নিয়মিত দাম্পত্য কলহ লেগেই থাকত তাঁদের। সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০০৯ সালে ডিভোর্স। তারপর শেফালি মন দিলেন ব্যবসায়ী পরাগকে। সোশাল মিডিয়ায় মাঝে মধ্যেই পরাগকে সঙ্গে নিয়ে নানা ছবি পোস্ট করতেন শেফালি। সেই পরাগই শুক্রবার অসুস্থ শেফালিকে নিয়ে আসেন হাসপাতালে। সেখানেই শেফালিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানা গিয়েছে। শেফালির অকাল প্রয়াণে স্তম্ভিত গোটা দেশ।