
মে মাসের ২৩ তারিখ অকালেই চলে গেলেন বলিউড অভিনেতা মুকুল দেব। মুম্বইয়ের এক হাসপাতালেই দীর্ঘদিন ধরে আইসিইউতে চিকিৎসার পর শেষমেশ মৃত্যুর কাছে হার মারলেন মুকুল। তাঁর মৃত্যু ঠিক কী কারণে হয়েছে, তা নিয়ে এতদিন অবশ্য ধোঁয়াশাই ছিল। অবশেষে এই নিয়ে মুখ খুললেন মুকুল দেবের দাদা অভিনেতা রাহুল দেব। এক সাক্ষাৎকারে রাহুল জানালেন, শেষ ৫ টা দিন কী ঘটেছিল মুকুলের সঙ্গে।
রাহুল দেবের কথায়, মুকুল নিজেকে ধ্বংস করে দিচ্ছিল। বলিউডের সেভাবে কাজ পাচ্ছিল না। সেই দুঃখ ধীরে ধীরে মুকুলকে শেষ করে দিচ্ছিল। একাকিত্ব ঘিরে ধরেছিল মুকুলকে। আর তার পরিণাম নেশা। নেশায় ডুবে গিয়েছিল। তবে এতটাও খারাপ অবস্থা হত না।
রাহুল আরও জানালেন, শেষ কয়েকদিন খাবার খাওয়া বন্ধ করে দিয়েছিল মুকুল। নিজেকে শেষ করে দেওয়ার জন্য যেন মরিয়া হয়ে উঠেছিল। আসলে মুকুলের জীবনের প্রতি সব রকম মোহ চলে গিয়েছিল। এই ধরনের চিন্তা ভাবনাই মুকুলকে ধীরে ধীরে ঠেলে দিয়েছিল মৃত্যুর দিকে।
দিল্লির এক পঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন মুকুল দেব। ছোটবেলা থেকেই গান, নাচের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি মুকুল দেব ট্রেনিংপ্রাপ্ত পাইলট। ১৯৯৬ সালে মুমকিন ধারাবাহিক থেকে অভিনয়ে কেরিয়ার শুরু করেন মুকুল।বলিউডে তাঁর প্রথম ছবি দস্তক। এই ছবিতে সুস্মিতা সেনের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। হিন্দি ছবির পাশাপাশি বাংলা, পঞ্জাবি, কন্নড়, ইংরেজি ছবিতেও অভিনয় করেছেন মুকুল। তাঁর শেষ ছবি ‘অন্ত’। যা মুক্তি পায় ২০২২ সালে। অভিনেতার দাদা রাহুল দেবও বলিউডের জনপ্রিয় অভিনেতা।