সৌরভের সুস্থতা কামনায় টুইট করলেন নাগমা

অসুস্থ হয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। গোটা দেশ প্রিয় ‘দাদা’র আরোগ্য কামনায়। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে টুইট করলেন দক্ষিণী অভিনেত্রী এবং রাজনীতিবিদ নাগমা। টুইটারে তিনি লেখেন, “তোমার দ্রুত আরোগ্য কামনা করছি। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। প্রার্থনা রইল।” শনিবার হঠাৎই বুকে ব্যথা অনুভব হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় বিসিসিআই প্রেসিডেন্টকে। […]

সৌরভের সুস্থতা কামনায় টুইট করলেন নাগমা
নাগমা এবং সৌরভ।
Follow Us:
| Updated on: Jan 02, 2021 | 6:49 PM

অসুস্থ হয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। গোটা দেশ প্রিয় ‘দাদা’র আরোগ্য কামনায়। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে টুইট করলেন দক্ষিণী অভিনেত্রী এবং রাজনীতিবিদ নাগমা। টুইটারে তিনি লেখেন, “তোমার দ্রুত আরোগ্য কামনা করছি। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। প্রার্থনা রইল।”

শনিবার হঠাৎই বুকে ব্যথা অনুভব হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় বিসিসিআই প্রেসিডেন্টকে। পরিবার সূত্রে খবর, সকালবেলা জিম করতে গিয়ে পিঠে ব্যথা অনুভব করেন তিনি। মাথা ঘুরে পড়েও যান। যদিও হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক। তাঁর অ্যানজিয়োগ্রাম করা হয়েছে। তৈরি করা হয়েছে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডও।

মহারাজের দ্রুত আরোগ্য কামনায় টুইট করেছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনখড় এবং অন্যান্য ব্যক্তিত্ব। সাল ২০০০। নাগমা এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘সম্পর্ক’ নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি এবং ক্রিকেট মহলে বিভিন্ন কথা ঘুরলেও তা নিয়ে কখনওই মুখ খোলেননি ওঁরা।