নতুন বছরে নতুন কাজ পায়েলের, থাকছেন ‘দেশের মাটি’তে

Jan 04, 2021 | 6:00 PM

নতুন বছরের শুরুটা ভালই হল অভিনেত্রী পায়েল দে’র। এল নতুন কাজের অফার। এ বার থেকে তাঁকে দেখা যেতে চলেছে ‘দেশের মাটি’ ধারাবাহিকে। প্রযোজনায় থাকছে ম্যাজিক মোমেন্টস। পরিচালনায় লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়। এই প্রথম ম্যাজিক মোমেন্টসের সঙ্গে কাজ করতে চলেছেন পায়েল। সোমবারই প্রথম শুট করলেন তিনি। আউটডোর শুট ছিল। শোনা যাচ্ছে, এই ধারাবাহিকে একেবারে ভিন্ন […]

নতুন বছরে নতুন কাজ পায়েলের, থাকছেন দেশের মাটিতে
পায়েল দে।

Follow Us

নতুন বছরের শুরুটা ভালই হল অভিনেত্রী পায়েল দে’র। এল নতুন কাজের অফার। এ বার থেকে তাঁকে দেখা যেতে চলেছে ‘দেশের মাটি’ ধারাবাহিকে। প্রযোজনায় থাকছে ম্যাজিক মোমেন্টস। পরিচালনায় লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়। এই প্রথম ম্যাজিক মোমেন্টসের সঙ্গে কাজ করতে চলেছেন পায়েল। সোমবারই প্রথম শুট করলেন তিনি। আউটডোর শুট ছিল।

শোনা যাচ্ছে, এই ধারাবাহিকে একেবারে ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তাঁর চরিত্রের নাম উজ্জয়িনী। পেশায় রিপোর্টার। পাশের বাড়ির মিষ্টি মেয়ে নয়, খলনায়িকাও নয়…এই ধারাবাহিকে পায়েলের ভূমিকা একেবারে ভিন্ন। সূত্রের খবর, চরিত্রে নানা ধরনের শেড রয়েছে। তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেতা তথাগত রায়কে। পায়েলকে শেষ দেখা গিয়েছে ‘চুনি পান্না’ ধারাবাহিকে।

প্রসঙ্গত, পায়েল ছাড়াও ‘দেশের মাটি’ ধারাবাহিকে ‘ত্রিনয়নী’র পর আবারও মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা শ্রুতি দাসকেও। রয়েছেন রুকমা রায়, দিব্যজ্যোতি দত্ত, রাহুল অরুণোদয় মুখোপাধ্যায়সহ ইন্ডাস্ট্রির একগুচ্ছ পরিচিত মুখ। প্রোমো বলছে আদ্যপান্ত পরিবারকেন্দ্রিক  এক ধারাবাহিক হতে চলেছে ‘দেশের মাটি’। দেশের টান, মাটির গন্ধ এবং ঘরে ফেরার গানের বার্তা নিয়েই আজ সোমবার থেকে স্টার জলসায় দেখা যাবে ধারাবাহিকটি।

Next Article