
ছোট পর্দায় তাঁদের রসায়ন আগুন ধরিয়ে দিয়েছিল। তাঁরা হলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী রুকমা রায়। ‘দেশের মাটি’ সিরিয়ালে অভিনয় করেছিলেন তাঁরা। রোম্যান্টিক কাপল হিসেবে পর্দায় তাঁদের অভিনয় এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে, ব্যক্তিজীবনেও অনেকে ভেবে বসেছিলেন রাহুল-রুকমার মধ্যে কিছু একটা চলছে। সেই রুকমার সঙ্গে ফের ছবি পোস্ট করেছেন রাহুল।
রুকমার সঙ্গে তোলা সুন্দর তিনটি ছবি সোশাল মিডিয়া (ফেসবুক)-এ পোস্ট করেছেন রাহুল। নজর কাড়ছে ছবির ক্যাপশন। রাহুল লিখেছেন, “কাছের মানুষ দূরের দর্শন”। রুকমাকে ‘কাছের মানুষ’ বলেছেন রাহুল। ভালবাসার ইমোজি পোস্ট করে নেটিজ়েনদের প্রতিক্রিয়া, “সকাল-সকাল মন ভাল করা ছবি।” কেউ-কেউ রাহুল-রুকমাকে অফুরন্ত ভালবাসাও জানিয়েছেন। একজন লিখেছেন, “দাদা সকাল-সকাল এই কী দেখালে… সারাদিনটা তো একেবারে ফাটাফাটি কাটবে গো। তোমাদের দু’জনকেই ভালবাসা জানালাম।” অনেকদিন পর ছোটপর্দার প্রিয় জুটিকে দেখে একজন লিখেছেন, “কতদিন পর। দারুণ সারপ্রাইজ়।” নেটিজ়েনদের মনে পড়ছে পুরনো হ্যাশট্যাগ ‘রারুক’ (rahrooq)-এর কথাও। লিখছেন, “‘দেশের মাটি’র কথা মনে পড়ে যাচ্ছে।”
বর্তমানে স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ও একমাত্র পুত্র সবুজের সঙ্গে সুখে সংসার করছেন রাহুল। বেশ কয়েক বছর আলাদা ছিলেন রাহুল-প্রিয়াঙ্কা। সেই সময় কখনও অভিনেত্রী সন্দীপ্তা সেন, কখনও অভিনেত্রী রুকমা রায়ের সঙ্গে নাম জড়ায় রাহুলের। কিন্তু সে সব এখন অতীত।