
বাণী বসুর লেখা গল্প থেকে তৈরি হয়েছে ‘আপিস’। ছবির পরিচালনা করেছেন টলিউডের জনপ্রিয় পরিচালক জুটি অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়। ছবির মুখ্য চরিত্রে দেখা গিয়েছে সুদীপ্তা চক্রবর্তী ও সন্দিপ্তা সেনকে। সমাজের দুই মেরুতে অবস্থিত দুই মহিলার জীবন যুদ্ধের কাহিনি উঠে এসেছে। তবে এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রবীণ অভিনেতা রণজিৎ চক্রবর্তী। এই প্রজন্মের অনেকেই তাঁকে সেভাবে চেনেন না। তিনি মূলত থিয়েটারের অভিনয় করেন। প্রবাদপ্রতিম অভিনেতা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দীর্ঘ বারো বছর অভিনয় করেছেন রণজিৎ। নান্দিকার দিয়েই কলকাতায় তাঁর থিয়েটার কেরিয়ার শুরু। ‘মঞ্জরি আমের মঞ্জরি’ নাটকে অজিতশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন, এছাড়াও ‘ফুটবল’ নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন। তবে এরপরেও এই অভিনেতার অভিমান, সেইভাবে তাঁকে ব্যবহার করেনি টলিউড। অভিমান করে বললেন, ” আমাকে সুযোগ দেননি সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মত পরিচালকরা, তবে আফসোস নেই আমি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করে নিজেকে সার্থক মনে করি”।
‘মায়ানগর’ ছবির পর আবার তিনি অভিনয় করেছেন ‘আপিস’ ছবিতে। অভিনেতা রণজিৎ চক্রবর্তীর আরও যোগ করেন, ” আপিস ছবিটি একদম অন্যরকম, গল্পের জোর রয়েছে, দর্শকদের মধ্যে সকলে আমায় এসে প্রশংসা করেছেন। অপর্ণা সেন আমার হাত ধরে বলেন, ‘এই রকম অভিনয় আর দেখিনি, দারুণ অভিনয় করেছেন আপনি’। এটা আমার কাছে অনেক প্রাপ্তি। ‘আপিস ‘ থেকে আমার প্রাপ্তির ঝুলি ভরে গিয়েছে। আমি বলব দর্শকদের এই ছবি দেখা উচিত, সমাজের গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরা হয়েছে।”