রণজয়ের নাম নিয়ে প্রতারণা টালিগঞ্জে, সতর্ক করলেন অভিনেতা

Ranojoy Bishnu: তাঁর ছবি দেখিয়ে প্রতারণা করা হচ্ছে। সোশ্য়াল মিডিয়ায় এসে সেই কথা জানিয়েছেন খোদ রণজয় বিষ্ণু। জানিয়েছেন, তাঁর নাম নিয়ে অসাধু ব্যক্তিরা প্রতারণা চেষ্টা করছেন। তাঁর ছবি দেখিয়ে নাকি মেগা সিরিয়ালে সুযোগ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সেই সংস্থা নাকি মোটা টাকাও দাবী করছে বলে জানিয়েছেন রণজয়।

রণজয়ের নাম নিয়ে প্রতারণা টালিগঞ্জে, সতর্ক করলেন অভিনেতা
রণজয় বিষ্ণু।

|

Feb 29, 2024 | 1:34 PM

সতর্ক করলেন অভিনেতা রণজয় বিষ্ণু। তাঁর নাম করে প্রতারণা চলছে বলে জানিয়েছেন অভিনেতা। বুধবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৪) নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন রণজয়। জানিয়েছেন, তাঁর নাম নিয়ে অসাধু ব্যক্তিরা প্রতারণা চেষ্টা করছেন। তাঁর ছবি দেখিয়ে নাকি মেগা সিরিয়ালে সুযোগ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সেই সংস্থা নাকি মোটা টাকাও দাবী করছে বলে জানিয়েছেন রণজয়।

ইনস্টাগ্রামে রণজয় লিখেছেন, “আমি একজন প্রফেশনাল অ্যাক্টর। তাই আমার প্রফেশনের দৌলতে বহু সময় আমরা অনেক ছবির লুক সেট করি। কিন্তু ফাইনালি অনেকসময় সে ছবিগুলো করা হয়ে ওঠে না। কোনও সময় ডেটের অভাবে, কোনও সময়ে টাকা পয়সা এবং বিভিন্ন কারণে। এইরকম কোনও লুক সেটের ছবি দেখিয়ে আমি জানতে পেরেছি অনেকের কাছ থেকে অনেক টাকা পয়সা নেওয়া হয়েছে। প্রথম কথা, এরকমভাবে টাকাপয়সা দিয়ে অভিনয় করতে আসার এই বোকামিটা দয়া করে করবেন না। কিন্তু আমার তরফ থেকেই সতর্কীকরণ রইল যে, আমার কাছে কিন্তু এই পুরো বিষয়টা সম্পর্কে কোনও নলেজ নেই। তাই এর কোনওরকম দায়ভারও কিন্তু আমার নেই। যেহেতু আমার ছবি দেখিয়ে এই পুরো বিষয়টা করা হচ্ছে, তাই আমি বাধ্য হলাম এই সতর্কীকরণ ভিডিয়োটি আপলোড করতে।”