Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শাশ্বতর বিয়েতে রঞ্জিত মল্লিকের সঙ্গে কোয়েল ঢুকতেই একের পর এক বডি পড়তে শুরু করল! এতদিনে সত্যটা সামনে আনলেন শুভেন্দু-পুত্র

যত কাণ্ড বিয়ে বাড়িতে। সুন্দরীকে একঝলক দেখেই এদিক-ওদিক শুধুই 'বডি পড়ছে'। আর বিয়ে বাড়ি জুড়ে যেন একটাই ফিসফাস... কোয়েল এসেছে, কোয়েল এসেছে, কোয়েল এসেছে..! আর এসবের সাক্ষী অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়! নাহ, এটা কোনও সিনেমার প্লট নয়, একেবারে সত্যি।

শাশ্বতর বিয়েতে রঞ্জিত মল্লিকের সঙ্গে কোয়েল ঢুকতেই একের পর এক বডি পড়তে শুরু করল! এতদিনে সত্যটা সামনে আনলেন শুভেন্দু-পুত্র
Image Credit source: Social Media
Follow Us:
| Updated on: Mar 21, 2025 | 4:12 PM

যত কাণ্ড বিয়ে বাড়িতে। সুন্দরীকে একঝলক দেখেই এদিক-ওদিক শুধুই ‘বডি পড়ছে’। আর বিয়ে বাড়ি জুড়ে যেন একটাই ফিসফাস… কোয়েল এসেছে, কোয়েল এসেছে, কোয়েল এসেছে..! আর এসবের সাক্ষী অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়! নাহ, এটা কোনও সিনেমার প্লট নয়, একেবারে সত্যি।

ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। কোয়েল তখন স্কুল পড়ুয়া। বাবা রঞ্জিত মল্লিকের শাসনে বড় হচ্ছেন। নিজে দাপুটে অভিনেতা হলেও, রঞ্জিতবাবু মেয়েকে রেখেছিলেন শুটিং ফ্লোর থেকে হাজার ক্রোশ দূরে। রঞ্জিত মল্লিকের ছিল একটাই লক্ষ্য, আগে মেয়ের লেখাপড়া, তার পরে সব কিছু। সিনেমার ভূত একবার মাথায় ঢুকলেই তো গণ্ডগোল। সে ভূত অবশ্য পরে আটকাতে পারেননি রঞ্জিত মল্লিক। তবে শাশ্বতর বিয়ে বাড়িতেই সেই ভূতের ঝলক প্রথম পেয়েছিলেন কোয়েল। শাশ্বতর বউ দেখতে গিয়েই, কোয়েলের মিষ্টি মুখ নজরে পড়ল পরিচালক প্রভাত রায়ের। বিয়ে বাড়িতেই দুম করে ছবির অফার করে বসলেন বিশিষ্ট পরিচালক। কিন্তু ওই যে রঞ্জিত মল্লিকের কড়া নিদান। টালবাহানা না করে প্রভাতকে রঞ্জিত সটান বলেই দিলেন,কোয়েল আগে পড়াশুনো শেষ করবে, তারপর বাকি সব! বিয়ে বাড়িতেই প্রভাতের হাত ফসকে বেরিয়ে গেলেন কোয়েল। কিন্তু সেই বিয়ে বাড়িতেই অজান্তে কোয়েলের কপালে জুটল একডজন ফ্যান! সিনেমায় অভিনয় না করেই।

হ্য়াঁ, বিয়ে বাড়ির সেই গোপন গপ্পোই ফাঁস করলেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর জনপ্রিয় টক শো অপুর সংসার-এ রঞ্জিত মল্লিকের সামনেই কোয়েলকে জানালেন, তাঁর ফ্যান তথ্য। কীভাবে তাঁর নতুন বউকে টেক্কা দিয়ে বিয়ে বাড়িতে সুপারহিট হয়েছিলেন কোয়েল? নতুন বউকে পাশ কাটিয়ে শাশ্বত ভাইয়ের বন্ধুরা, কীভাবে কোয়েলের এক ঝলকেই পাগল হয়েছিলেন। একে একে সব বিড়াল ঝুলি থেকে বার করলেন শাশ্বত। স্পষ্ট তো বলেই দিলেন, তাঁর বিয়ে বাড়িতে এদিক-ওদিকে শুধুই একটাই ফিসফাস, কোয়েল এসেছে, কোয়েল এসেছে, কোয়েল এসেছে। মিষ্টি কোয়েলকে দেখা মাত্রই নাকি বিয়ে বাড়ির প্রায় একডজন যুবক একেবারে ফ্ল্যাট। শাশ্বতর মুখে একথা শুনে তো লজ্জায় লাল কোয়েল। আর রঞ্জিতবাবু? সোফার একপাশে বসে হেসেই গেলেন।

পরে সেই কোয়েলই হলেন টলিউডের এক নম্বর নায়িকা। জিতের সঙ্গে জুটি বেঁধে প্রথম ছবি করলেন ‘নাটের গুরু’। পরিচালক হরনাথ চক্রবর্তী। প্রথম ছবি থেকেই তিনি বুঝিয়ে দিলেন বাপ কা বেটি। ক্য়ামেরার সামনে কোয়েল তখন যেন ‘রংবাজ’। দেব, জিৎ, প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধে একের পর এক ‘প্রেমের কাহিনী’ লিখছেন। কখনও ‘পাগলু’, কখনও আবার ‘গোয়েন্দা মিতিন মাসি’। মিষ্টি প্রেমিকা থেকে অ্যাকশন অবতার কোয়েল একেবারে পারফেক্ট টলি ক্যুইন হয়ে উঠলেন। একটা বড় সময় বক্স অফিসে একাই ধরছেন হাল। প্রযোজক নিশপাল সিংয়ের সঙ্গে ‘সাত পাকে বাঁধা’ পড়ে, এখন তিনি দুই সন্তানের মা। কামব্যাক? খুব শীঘ্রই।

দেখুন সেই টক শোয়ের ঝলক—