
অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় সাধারণত আলোচনার বাইরে থাকতেই পছন্দ করেন— পর্দার বাইরের ঝলমলে দুনিয়া বা ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনায় তাঁকে সচরাচর দেখা যায় না। তবে এবার নিজের নীরবতা ভেঙে সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি মুখ খুললেন তিনি। বৃন্দাবন সফরের কয়েকটি ছবি ও ভিডিয়ো পোস্ট করার পর থেকেই নেটিজেনদের একাংশের মন্তব্যে ক্ষুব্ধ হন শন। সেই কারণেই দীর্ঘদিনের সংযম ভেঙে মুখ খুললেন তিনি।
শন লিখেছেন, “আমি সাধারণত সোশ্যাল মিডিয়ায় কিছু লিখি না। কিন্তু এবারে মনে হচ্ছে বলা জরুরি, কারণ বিষয়টা উপেক্ষা করেও আর শান্ত থাকা সম্ভব নয়।” অভিনেতার মতে, সম্প্রতি তাঁর পোস্টগুলির নিচে যে মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে, সেগুলোর বেশির ভাগই ব্যক্তিগত জীবন ও সম্পর্ককে নিয়ে। তিনি পরিষ্কার জানিয়েছেন, “এই মন্তব্যগুলো কেবল উসকানিমূলক নয়, বরং অসম্মানজনকও। দয়া করে নিজেকে সংযত করুন, কারণ আমি এমন আচরণকে প্রশ্রয় দিই না।”
শন আরও লেখেন, “আমরা এমন এক পৃথিবীতে বাস করছি, যেখানে প্রতিদিনই সংঘাত, ঘৃণা আর বিভাজন বেড়ে চলেছে। অথচ একে অপরের প্রতি সামান্য মমতা দেখানোই পৃথিবীটাকে সুন্দর করতে পারে। আমি আমার দর্শকদের ভালবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ, কিন্তু সোশ্যাল মিডিয়া কাউকে এই অধিকার দেয় না যে, তারা অন্যের ব্যক্তিগত জীবনে বিষ ঢালবে। মতামত দেওয়া আর আঘাত করা— এই দুয়ের মধ্যে পার্থক্য আছে।”
অভিনেতার এই পোস্ট ঘিরে নেটমাধ্যমে নতুন আলোচনার ঢেউ উঠেছে। কেউ তাঁর সাহসের প্রশংসা করেছেন, কেউ আবার নেটিজেনদের দায়িত্বজ্ঞানহীনতার সমালোচনা করেছেন। শনের বার্তা স্পষ্ট— সহানুভূতি ও সংযমের শিক্ষা যেন আবারও ফিরে আসে আমাদের অনলাইন আচরণে। “নীরবতা মানে অনুমতি নয়”— এই বাক্যে যেন আজকের সোশ্যাল মিডিয়া যুগে অভিনেতার অবস্থান স্পষ্টভাবে ফুটে উঠেছে।