ক্রমাগত অবৈধ নির্মাণকাজ চালিয়েই গিয়েছেন সোনু সুদ: বিএমসি
এই প্রথমবার নয়, এর আগেও দু’বার অবৈধ নির্মাণকাজ চালিয়েছেন অভিনেতা সোনু সুদ। মঙ্গলবার বম্বে হাইকোর্টকে হলফনামায় এমনটাই জানিয়েছে বৃহন্মুম্বই পুরসভা। ওই হলফনামায় লেখা হয়েছে, আবেদনকারী আদপে ‘স্বভাবসিদ্ধ অপরাধী’। যিনি বাড়ি ভেঙে দেওয়ার পরেও সেখানে নির্মাণকাজ চালিয়ে গিয়েছেন। তাঁর আইন ভাঙার অভ্যাস রয়েছে বলেও আদালতের কাছে অভিযোগ করেছে বিএমসি। এর আগে অক্টোবর মাসে সোনুর বিরুদ্ধে বিএমসি […]
এই প্রথমবার নয়, এর আগেও দু’বার অবৈধ নির্মাণকাজ চালিয়েছেন অভিনেতা সোনু সুদ। মঙ্গলবার বম্বে হাইকোর্টকে হলফনামায় এমনটাই জানিয়েছে বৃহন্মুম্বই পুরসভা। ওই হলফনামায় লেখা হয়েছে, আবেদনকারী আদপে ‘স্বভাবসিদ্ধ অপরাধী’। যিনি বাড়ি ভেঙে দেওয়ার পরেও সেখানে নির্মাণকাজ চালিয়ে গিয়েছেন। তাঁর আইন ভাঙার অভ্যাস রয়েছে বলেও আদালতের কাছে অভিযোগ করেছে বিএমসি।
এর আগে অক্টোবর মাসে সোনুর বিরুদ্ধে বিএমসি অভিযোগ জানায়, জুহুর এক আবাসনকে রাতারাতি হোটেলে রূপান্তরিত করেছেন সোনু। সেই মর্মে সোনুকে নোটিসও পাঠিয়েছিল বৃহন্মুম্বই পুরসভা। তাঁর বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছিল বিএমসি। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ‘লকডাউন মসিহা’ সোনু। প্রসঙ্গত বম্বে হাইকোর্টে অভিযোগ জানানোর আগে নগর দায়রা আদালতেও অভিযোগ জানিয়েছিলেন অভিনেতা। যদিও তা খারিজ হয়ে যায়। এরপরই বম্বে হাইকোর্টে পাল্টা অভিযোগ জানান সোনু।
এ বিতর্কের মাঝেই আজ, বুধবার এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন সোনু সুদ। যদিও তাঁদের কী নিয়ে আলোচনা হয়েছে, তা বিস্তারিত জানা যায়নি। লকডাউনে জমসমক্ষে একেবারে অন্য চেহারায় নিজেকে মেলে ধরেছিলেন সোনু। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে শুরু করে, বিদেশে আটকে থাকা পড়ুয়াদের দেশে ফেরানো… লকডাউনে নিজের গাঁটের কড়ি খরচা করে অজস্র কাজ করেছিলেন সোনু। রাতারাতি হয়ে গিয়েছিলেন ‘গরীবের মসিহা’। এ বার অবৈধ নির্মাণে তাঁর নাম জুড়ে যাওয়ায় খানিক বিপাকে অভিনেতা।