‘রকি-রানি’র শুটিংয়ে বাঙালিদের নিয়ে টোটাকে কী বলেছিলেন ধর্মেন্দ্র?

তবে শুধু অভিনয় নয়, শুটিংয়ের ফাঁকে নানা আড্ডায় ধর্মেন্দ্রকে খুবই কাছ থেকে দেখে টোটা বুঝতে পেরেছিলেন, কতটা বড় মনের মানুষ বলিউডের হিম্য়ান। তবে টোটার একটা দুঃখ, ভারতীয় চলচ্চিত্রে হিম্যান, অ্যাকশন হিরো হিসেবে লেটার মার্কস পেলেও, দুরন্ত অভিনেতা হিসেবে কম নম্বরই পেয়েছেন ধর্মেন্দ্র।

রকি-রানির শুটিংয়ে বাঙালিদের নিয়ে টোটাকে কী বলেছিলেন ধর্মেন্দ্র?

|

Nov 24, 2025 | 4:21 PM

করণ জোহরের সুপারহিট ছবি রকি অউর রানি কি প্রেম কাহানি ছবির সুবাদে ধর্মেন্দ্রর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল অভিনেতা টোটা রায় চৌধুরীর। ধর্মেন্দ্রর সঙ্গে একফ্রেমে দাঁড়িয়ে অভিনয় করতে গিয়ে টোটার মধ্যে থেকে যেন বেরিয়ে আসত ফ্য়ানবয়। তবে শুধু অভিনয় নয়, শুটিংয়ের ফাঁকে নানা আড্ডায় ধর্মেন্দ্রকে খুবই কাছ থেকে দেখে টোটা বুঝতে পেরেছিলেন, কতটা বড় মনের মানুষ বলিউডের হিম্য়ান। তবে টোটার একটা দুঃখ, ভারতীয় চলচ্চিত্রে হিম্যান, অ্যাকশন হিরো হিসেবে লেটার মার্কস পেলেও, দুরন্ত অভিনেতা হিসেবে কম নম্বরই পেয়েছেন ধর্মেন্দ্র। একাধারে যে ধর্মেন্দ্র চুপকে চুপকে এবং মারাকাটারি শোলে ছবিতে অভিনয় করতে পারেন, তাঁর বহুমুখি প্রতিভা যেন আড়ালে ছিল হিম্য়ানশিপের আড়ালেই।

সোমবার শেষ নিশ্বাস ত্যাগ করলেন ভারতীয় চলচ্চিত্রের সেই হিম্যান। তাঁর প্রয়াণের খবর পেয়ে নস্ট্যালজিয়ায় ভাসলেন টোটা। রকি অউর রানি কি প্রেম কাহানি ছবির শুটিংয়ের প্রত্যেকটি মুহূর্ত যেন স্পষ্ট হয়ে উঠল টোটার চোখের সামনে।

Tv9Bangla-কে টোটা জানালেন, ধর্মেন্দ্রজির মধ্যে দারুণ একটা পজিটিভিটি ছিল। ওর সম্পর্কে কখনই কেউ বিরুপ মন্তব্য করেছে এমনটা শুনিনি। ভীষণ প্রাণখোলা মানুষ ছিলেন। সব সমস্যা দূরে সরিয়ে রেখে বাঁচতে জানতেন। দুর্দান্ত পর্দায় উপস্থিতি ছিল। সারা বিশ্বে খুব কমই অভিনেতার এই ম্যাজিকটা ছিল। সেটে পা দিলেই ধর্মেন্দ্রর মুখে একটা তৃপ্তি প্রকাশ পেত। আমি শুনেছি, আউটডোরে ডাম্পল নিয়েও যেতেন ধর্মেন্দ্র।

ধর্মেন্দ্র বং-কানেকশন—

টোটা বলেন, রকি অউর রানি ছবির প্রথম দিন শুটিংয়ে ধর্মেন্দ্রর সঙ্গে আলাপ হয়। জয়াজিই (জয়া বচ্চন) আলাপ করিয়ে দিয়েছিলেন। আমাকে দেখা মাত্রই বলেছিলেন, তাঁর জীবনে বাঙালিদের কতটা অবদান। বাঙালিদের প্রতি তাঁর সফট কর্নার রয়েছে। কেননা, ধর্মেন্দ্রর সবচেয়ে হিট ছবির নায়িকারাই বাঙালি ছিলেন। সুচিত্রা সেন, রাখি গুলজার, শর্মিলা ঠাকুর, জয়া বচ্চন, পর পর নাম নিয়ে গেলেন ধর্মেন্দ্র।