AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আমি মারা গেলে যশ নিশ্চয়ই কাঁদবে, নুসরতকে বলেছিলেন মৌসুমী, কেন জানেন?

অভিনেতা যশ দাশগুপ্ত টলিউডের পাশাপাশি কাজ করে ফেলেছেন বলিউডেও। এবার প্রযোজক হিসেবে যশ এর দ্বিতীয় ছবি 'আড়ি' মুক্তির পথে। এই ছবির ট্রেলার লঞ্চ হয়ে গেল কলকাতার এক রেস্তঁরায়।

আমি মারা গেলে যশ নিশ্চয়ই কাঁদবে, নুসরতকে বলেছিলেন মৌসুমী, কেন জানেন?
Image Credit: Instagram
| Edited By: | Updated on: Apr 09, 2025 | 6:40 PM
Share

অভিনেতা যশ দাশগুপ্ত টলিউডের পাশাপাশি কাজ করে ফেলেছেন বলিউডেও। এবার প্রযোজক হিসেবে যশ এর দ্বিতীয় ছবি ‘আড়ি’ মুক্তির পথে। এই ছবির ট্রেলার লঞ্চ হয়ে গেল কলকাতার এক রেস্তঁরায়। ছবির ট্রেলার দেখে যশ নিজেই সাংবাদিকদের জানতে চাইলেন কেমন হয়েছে? এরপর টিভিনাইন বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে জানালেন, ২০২২ সালে মাকে হারিয়েছে যশ। এই ‘আড়ি’ছবিটি মাকে উৎসর্গ করেই তৈরি করেছেন। বলিউড থেকে অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়কে নিয়ে এসেছেন, যশের মায়ের চরিত্র করার জন্য। আদতে এই ছবি মা ছেলের গল্প বলবে। আগামী ২৫ এপ্রিল মুক্তির কথা এই ছবিটির।

যশ জানালেন, মৌসুমী চট্টোপাধ্যায়ের মত কিংবদন্তি অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরে তিনি খুবই ভাগ্যবান ভাবেন নিজেকে। বিশেষ করে এই গল্প শুনে ছবি করতে রাজি হয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়।

যশ বললেন, ” আমার মায়ের চরিত্র করতে করতে আমায় তিনি জানিয়েছেন, যে আমার মায়ের আত্মা ওর মধ্যে চলে আসবে। আমার সঙ্গে আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। বন্ডিংটা সেরকমই হয়েছে। আমি মৌসুমী বলেই ডাকি! কারন আমি হিরোইন কে আন্টি বলতে চাই না।” যশ আরও বলেন, ” উনি নুসরতকে বলেছেন, উনি মারা গেলে আমি নিশ্চিত কাঁদবো। এই ছবির মৌসুমী চট্টোপাধ্যায়ের করা চরিত্রের সঙ্গে আমার মায়ের চরিত্রের অদ্ভুত মিল রয়েছে। তবে শুধু আমার মা কেন নুসরত এর মায়ের সঙ্গেও মিল রয়েছে , আসলে বাঙালি মায়েরা এইরকমই হয়। মাকে হারিয়ে আমি বুঝেছি অনেক কথা মায়ের সঙ্গে বলা হয়নি, আমি নিশ্চিত এই ছবি দেখে অনেকেই বুঝবে ছোট্ট সময়ে আমরা অনেকের সঙ্গে অনেক কথা বলে উঠতে পারিনা, আমিও পারিনি, তাই এই ছবিটি করতে চেয়েছি। এই ছবিতে আমি মাকে ট্রিবিউট দিয়েছি ।”