মা হচ্ছেন ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা, কবে আসছে অভিনেত্রীর সংসারে নতুন সদস্য?

অভিনেত্রী অহনা দত্তর সাতপাকে বাঁধা পড়ার বয়স মোটে ২ মাস। আর তার মধ্যেই সুখবর দিলেন 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের মিশকা। সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে নিজেই শেয়ার করে নিলেন মা হওয়ার সুখবর।

মা হচ্ছেন অনুরাগের ছোঁয়ার মিশকা, কবে আসছে অভিনেত্রীর সংসারে নতুন সদস্য?
Image Credit source: Instagram

|

Mar 08, 2025 | 1:03 PM

অভিনেত্রী অহনা দত্তর সাতপাকে বাঁধা পড়ার বয়স মোটে ২ মাস। আর তার মধ্যেই সুখবর দিলেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মিশকা। সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে নিজেই শেয়ার করে নিলেন মা হওয়ার সুখবর। মিশকা জানিয়েছে, আগামী আগস্ট মাসেই তাঁর কোল জুড়ে আসবে ফুটফুটে সন্তান।

ডান্স বাংলা ডান্স থেকে জনপ্রিয় হন অহনা দত্ত। তারপর সোজা ধারাবাহিকে প্রবেশ। জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ায় মিশকা চরিত্রে অভিনয় করে সিরিয়াল প্রেমী মানুষদের মন জিতে নেন অহনা। তবে শুধু সিরিয়াল, রাজ চক্রবর্তীর সন্তান ছবিতেও অভিনয় করেছেন মিশকা।

স্বামী দীপঙ্করের সঙ্গে প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম। দীপঙ্কর ও অহনা দুজনেই ঘুরতে ভালোবাসেন। তাঁদের ইনস্টাগ্রামে উঁকি মারলেই বোঝা যায় সেকথা। ২০২৩ সালে আইনি বিয়ে সারেন অহনা ও দীপঙ্কর। তারপর চলতি বছরে রীতিনীতি মেনে সাতপাকে বাঁধা পড়েন দুজনে। আর এবার দুই থেকে তিন হওয়ার পালা।