AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বিগ বস’-এ হেরেছেন ঠিকই, কিন্তু জিতেছেন অন্যভাবে, অঙ্কিতা দিলেন ‘সুখবর’

Ankita Lokhande: কথিত আছে, বিগ বসে অংশগ্রহণ করে হারিয়ে যাওয়া কেরিয়ার ফিরে পেয়েছেন অনেকে। কিংবা নতুন করে কাজের অফারও এসেছে। উরফি জাভেদের মতো তারকা উঠে এসেছেন এই রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করে। সানি লিওনকেও দেশবাসী চিনেছিলেন এই গেম শোয়ের দৌলতেই। ফলে অঙ্কিতারও আশা ছিল তিনি বিজেতা হলে কিছু একটা হবেই। তবে জেতেননি তিনি। পাননি বিগ বসের ট্রফি। কিন্তু হেরে গিয়েও একপ্রকার জিতে গেলেন অঙ্কিতা। কীভাবে?

'বিগ বস'-এ হেরেছেন ঠিকই, কিন্তু জিতেছেন অন্যভাবে, অঙ্কিতা দিলেন 'সুখবর'
অঙ্কিতা লোখান্ডে।
| Updated on: Feb 01, 2024 | 11:19 AM
Share

অঙ্কিতা লোখান্ডে। সম্প্রতি ‘বিগ বস’-এর বাড়ি থেকে বাতিল হয়েছেন তিনি। সবচেয়ে বেশি চর্চা হয়েছে তাঁকে নিয়ে। তিনি এবং তাঁর স্বামী ভিকি জৈন একসঙ্গে অংশগ্রহণ করেছিলেন বিগ বসের বাড়িতে। বিগ বসের বাড়ি পা রেখেই ঝগড়া শুরু করেন অঙ্কিতা-ভিকি। তাঁদের নিত্য অশান্তি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তখন থেকে। নিয়মিত খবরের শিরোনাম দখল করত তাঁদের দাম্পত্য কলহ। এত মনোরঞ্জন করার পরও বিজেতা হতে পারেননি অঙ্কিতা।

‘বিগ বস’ শুরু হওয়ার ঠিক আগে একটি সাক্ষাৎকারে অঙ্কিতা সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, তাঁর হাতে অনেকদিন থেকেই কোনও কাজ নেই। ব্যক্তিগত সমস্যা, সংসার এ সবের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন অভিনেত্রী। কাজের প্রয়োজনীয়তা সম্পর্কেও সেই সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন অঙ্কিতা।

কথিত আছে, বিগ বসে অংশগ্রহণ করে হারিয়ে যাওয়া কেরিয়ার ফিরে পেয়েছেন অনেকে। কিংবা নতুন করে কাজের অফারও এসেছে। উরফি জাভেদের মতো তারকা উঠে এসেছেন এই রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করে। সানি লিওনকেও দেশবাসী চিনেছিলেন এই গেম শোয়ের দৌলতেই। ফলে অঙ্কিতারও আশা ছিল তিনি বিজেতা হলে কিছু একটা হবেই। তবে জেতেননি তিনি। পাননি বিগ বসের ট্রফি। কিন্তু হেরে গিয়েও একপ্রকার জিতে গেলেন অঙ্কিতা। কীভাবে?

বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে তিনি কাজের সুযোগ পেয়েছেন এবং সেই ছবিতে তাঁর নায়কের ভূমিকায় রণদীপ হুডা। ইনস্টাগ্রামে একটি পোস্টের সাহায্যে সেই সুখবরই জানিয়েছেন অঙ্কিতা। বলেছেন, রণদীপের সঙ্গে ‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবিতে অভিনয় করবেন তিনি।

সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা ছিলেন অঙ্কিতা লোখান্ডে। ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকে তাঁরা অভিনয় করেছিলেন একসঙ্গে। সেই সময় থেকেই প্রেম এবং লিভ ইন সম্পর্কে ছিলেন সুশান্ত-অঙ্কিতা। একটা সময় সুশান্ত এগিয়ে গেলেন কেরিয়ারে, অঙ্কিতা পিছনেই পড়ে রইলেন। তা নিয়ে দুঃখও প্রকাশ করেছিলেন অঙ্কিতা। সুশান্তের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ভিকিকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন অঙ্কিতা। এখন তাঁরা বিবাহিত। সুশান্তের মৃত্যুর সময় অঙ্কিতাকে আগলে রেখেছিলেন এই ভিকিই।