‘শিমুল-পারুল’ ছবির নায়িকা অপরাজিতা আঢ্য় এবং আজকের ‘জল থৈ থৈ ভালবাসা’ সিরিয়ালের ‘মা’ অপরাজিতা–মাঝে পেরিয়ে গিয়েছে কয়েক দশক। এক সময়কার বাণিজ্যিক ছবির অভিনেত্রী পরবর্তীকালের দুঁদে অভিনেত্রী হিসেবে সিরিয়াল-সিনেমা-ওয়েব সিরিজ়ের পর্দায় জমিয়ে অভিনয় করেছেন এক সফল মায়ের চরিত্রে। সেই অপরাজিতার এক অন্য রূপ ধরা পড়ল রাতের পার্টিতে। পার্টির আলো-আঁধারিতে ছোট্ট একটি কালো পোশাক পরে উদ্দাম নাচলেন অপরাজিতা। তাঁকে এই রূপে কেউ দেখেননি কোনওদিনই।
সুন্দরী অভিনেত্রীরা সেজেগুজে এসেছিলেন রাতের সেই পার্টিতে। কিন্তু অপরাজিতার পা পরতেই সমস্ত লাইমলাইট যেন তিনিই কেড়ে নিলেন লহমায়। অপরাজিতার পরনে ছিল কালো ছোট জামা। স্লিভলেস। খোলা চুল। অনেকখানি ওজন কমিয়েছেন বোঝাই যাচ্ছে। দেখে চেনাই যায় না। বয়স যেন কমেছে বছর কুড়ি। তিনি নাচতে ভালবাসেন খুব। ডান্স ফ্লোরে তাঁর পা পড়তেই হইচই শুরু। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ‘ডেসি গার্ল’ গানের ছন্দে নেচে তিনিও হয়ে ওঠেন দেসি গার্ল!
এই ভিডিয়োটি পোস্ট হয়েছে ইউটিউবে। এবং অপরাজিতাকে তাঁর এই অবতারে দেখে সকলেই অবাক হয়েছেন খুব। চিরটাকালই প্রাইভেট পার্সন অপরাজিতা। সংসার-পরিবার-শুটিং ফ্লোরেই আটকে থাকে তাঁর জীবন। সেই অপরাজিতাকে ফিল্মি পার্টিতে দেখা যায় না খুব একটা। এবার একটা ব্যতিক্রম ঘটেছে এবং ভিডিয়ো সামনে আসতেই নেটপাড়ায় ঝড়। সকলেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। তাঁর এই জীবনীশক্তিকে কুর্নিশ জানিয়েছেন সকলে। যদিও এর মধ্যেও একটা-দুটো কটাক্ষ রয়েছে। পার্টিতে নাচেন অনেক অভিনেত্রীই। কিন্তু অপরাজিতার এই ভিডিয়ো আসার পর এমন ভালবাসা হয়তো সকলে পান না। বোঝাই যায়, অভিনেত্রীকে সকলে ভালবাসেন খুবই। এখানেই তাঁর সার্থকতা।