‘…এটাই আসল ভালবাসা’, সিরিয়ালের সেটে কী খুঁজে পেলেন অপরাজিতা?

Aparajita Adhyay: একটি সিরিয়ালের সকলের সঙ্গে পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছিল অপরাজিতার। সিরিয়ালে অপরাজিতার বড় ছেলে দেবা এবং সেই ছেলের বউ সোনার চরিত্রে অভিনয় করেছিলেন স্বর্ণদীপ্ত ঘোষ এবং অর্পিতা মণ্ডল। তাঁরা বাস্তবেও বিয়ে করেছিলেন। এবং সেই বিয়েতে হাজির ছিলেন অপরাজিতাও। খুব আনন্দ করেছিলেন তিনি। সেই সিরিয়ালের মতোই 'জল থৈ থৈ ভালবাসা' সিরিয়ালেও পারিবারিক সম্পর্ক তৈরি হচ্ছে অপরাজিতার।

'...এটাই আসল ভালবাসা', সিরিয়ালের সেটে কী খুঁজে পেলেন অপরাজিতা?
অপরাজিতা আঢ্য।
Follow Us:
| Updated on: Jan 19, 2024 | 3:33 PM

‘জল থৈ থৈ ভালবাসা’ ধারাবাহিকের সেটে আসল ভালবাসা খুঁজে পেলেন অপরাজিতা আঢ্য। এই সিরিয়ালে কোজাগরী বসুর চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা। বাড়ির স্বল্প শিক্ষিত কোজাগরী সকলের সঙ্গে লড়াই করে পাড়ার মোড়ে একটি ভাতের হোটেল খুলেছেন। সেই ভাতের হোটেলে তাকে সাহায্য করছে মেয়ে তোতা এবং হবু পুত্রবধূ কোকো। তাঁদের সঙ্গেই ভাব এক্কেবারে জমে উঠেছে অপরাজিতার।

যে কোনও সিরিয়াল সেটে অপরাজিতা থাকা মানেই আনন্দ আর হইহুল্লোড়। ‘জল থৈ থৈ ভালবাসা’র ঠিক আগে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ সিরিয়ালে লক্ষ্মী দাসের চরিত্রে অভিনয় করেছিলেন অপরাজিতা। সেখানেও কাকতালীয়ভাবে ছিল একটি দোকান এবং সেখানেও সেই দোকানকে প্রতিষ্ঠিত করাই ছিল অপরাজিতার কাজ।

সেই সিরিয়ালের সকলের সঙ্গে পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছিল অপরাজিতার। সিরিয়ালে অপরাজিতার বড় ছেলে দেবা এবং সেই ছেলের বউ সোনার চরিত্রে অভিনয় করেছিলেন স্বর্ণদীপ্ত ঘোষ এবং অর্পিতা মণ্ডল। তাঁরা বাস্তবেও বিয়ে করেছিলেন। এবং সেই বিয়েতে হাজির ছিলেন অপরাজিতাও। খুব আনন্দ করেছিলেন তিনি। সেই সিরিয়ালের মতোই ‘জল থৈ থৈ ভালবাসা’ সিরিয়ালেও পারিবারিক সম্পর্ক তৈরি হচ্ছে অপরাজিতার।