বিগত ৯ বছর অভিনয় জগৎ থেকে দূরে আছেন বুলবুলি চৌবে পাঁজা। একটা সময় একটি বিখ্যাত খেলার খবরের শো সঞ্চালনা করতেন বুলবুলি। সেখানে তাঁর সঙ্গে জুটিতে সঞ্চালনা করতেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। সাহেব এখন ‘কথা’ সিরিয়ালে নায়কের চরিত্রে অভিনয় করছেন। কিন্তু বুলবুলি? তাঁকে অনেকগুলো দিন দেখা যাচ্ছে না। কী কারণে সরে এসেছিলেন বুলবুলি, জানেন?
কারণটা ছিল পরিবার। একটা সময় সঞ্চালনা, রান্নার শো, দূরদর্শনের টেলিফিল্ম এবং সিরিয়ালে দক্ষতার সঙ্গে অভিনয় করেছিলেন বুলবুলি। তারপর বিয়ের পর অনেকখানি সরে আসেন অভিনয় থেকে। সেই সময় পরিবারই হয়ে ওঠে তাঁর একমাত্র প্রাধান্য। এই বুলবুলি কিন্তু জীবনে একটা বড় আঘাত পেয়েছেন। সেটা হল তাঁর সন্তানের মৃত্যু। গর্ভস্থ্য অবস্থায় সন্তাম মারা যায় তাঁর। মিস ক্যারেজ হয় বুলবুলির।
এই কঠিন সময়টাকে সামলে উঠতে পেরেছিলেন নায়িকা। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “সেই সময় আমি অত্যন্ত ভেঙে পড়েছিলাম। খালি বারবার মনে হত সবার তো কোল ভর্তি। আমারটাই কেবল খালি। আমার পরিবারের লোকজন আমাকে সেই সময় আগলে রেখেছিলেন। আমার এক শ্বশুরমশাই আমাকে বলেছিলেন, ‘বউমা বাগানে গাছের যত্ন করলে ফল আসে। তুমি নিজের যত্ন নাও, দেখবে ঠিক তুমি মা হতে পারবে’।”
…হলেও তাই। বুলবুলি নিজের খেয়াল নিতে শুরু করেন। বছরখানেকের মধ্যে তাঁর কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে পুত্রসন্তান। এই পুত্রসন্তানের প্রতিপালনেই এখন দিনে-রাত কাটিয়ে দিচ্ছেন অভিনেত্রী। তাঁর এখন জীবনে একটাই লক্ষ্য–সন্তানকে ঠিকমতো মানুষ করা। তাঁর লেখাপড়ার দিকে সম্পূর্ণ মনযোগ দিয়েছেন বুলবুলি। বলেছেন, “আমি নিজে লেখাপড়াকে অবহেলা করেছি, কিন্তু ছেলেটার লেখাপড়া নিয়ে ছিনিমিনি খেলতে পারব না। আমি ভীষণ সিরিয়াস। যে কাজের দায়িত্ব একবার কাঁধে তুলে নিই, সেটা করেই ছাড়ি করি। ছেলেকে মানুষ করার দায়িত্ব এখন পুরোপুরি আমার। সেই দিকেই যাবতীয় নজর দিয়েছি।”